গ্রীষ্মের সমস্যা
২০ মে ২০১২গত কয়েকদিন ধরে দিন-রাত সেবা দিচ্ছেন আইসিডিডিআরবিসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা৷ স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি রোগীতে ভরে গেছে হাসপাতালের ওয়ার্ডগুলো৷ রোগীর চাপ বেশী থাকায় হাসপাতাল প্রাঙ্গনে বাড়তি ওয়ার্ড বানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে কলেরা হাসপাতালে৷ নার্সরা জানালেন, প্রতিদিন ৫শ'র বেশী রোগী আসছেন এখানে৷ তাদের অধিকাংশই পানিবাহিত রোগে আক্রান্ত৷ পরিবারের সদস্যদের অসচেতনতার কারণেই রোগ ব্যাধি বেশী হচ্ছে বলে মনে করেন তারা৷
রোগী ও তাদের স্বজনরা জানান, গরমের কারণে বিভিন্ন খাবার খেয়ে কয়েকদিন ধরে পরিবারের সবাই কমবেশী অসুস্থ্য হয়ে পড়ছেন৷ বিশেষ করে শিশুদের খিচুড়িসহ রান্না করা খাবার দিলেই তারা অসুস্থ হয়ে যাচ্ছে৷ শিশুদের নিয়ে সচেতন থাকার পরও তাদের ডায়রিয়ার হাত থেকে রক্ষা করা যাচ্ছে না৷
চিকিৎসকরা বলছেন, প্রচন্ড গরমে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশী৷ তবে যে কোন বয়সী মানুষ এই গরমে খাবার ও পানীয় থেকে নানা রোগে আক্রান্ত হতে পারেন৷ তাদের মতে, বাইরের খাবার খাওয়ার কারণেই ডায়রিয়ায় বেশী আক্রান্ত হচ্ছেন মানুষ৷ শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরার কারণে লবন পানির শূন্যতা দেখা দিচ্ছে৷ তাই বেশী করে স্যালাইন খাওয়ার পরামর্শ চিকিৎসকদের৷ এই পরিস্থিতে রাস্তা-ঘাটের খোলা খাবার না খেতে পরামর্শ দিয়েছেন তারা৷ পানীয় পান করার ব্যাপারেও সাবধান থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম