বইমেলায় ডয়চে ভেলে
২২ ফেব্রুয়ারি ২০১২তারা জানান, বই মেলায় ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে ডয়চে ভেলের উপস্থিতি স্মরণীয় হয়ে থাকবে৷
একুশে ফেব্রুয়ারি৷ তাই বই মেলার গেট খুলে যায় সকাল ৮টা থেকেই৷ সকাল ১০টার মধ্যেই শ্রোতা আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টল৷
আর শ্রোতারা এসে দেখেন সেখানে হাজির ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস, দেবারতি গুহ এবং বাংলা বিভাগের চিঠিপত্র বিভাগের নুরুন্নাহার সাত্তার৷ তারা শ্রোতাদের সঙ্গে কথা বলেন, শ্রোতাদের নানা প্রশ্ন আর জিজ্ঞাসার জবাব দেন৷ শ্রোতারা তাদের সঙ্গে কথা বলার পর জানান, ভাষা আন্দোলের ৬০ বছর পূর্তিতে বই মেলায় ডয়চে ভেলে বাংলা বিভাগের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে৷
ডয়চে ভলে বাংলা বিভাগের চিঠিপত্র বিভাগের নুরুন্নাহার সাত্তার বলেন, ২১শে ফেব্রুয়ারিতে তিনি বই মেলায় থাকতে পেরে অনেক খুশি৷ আর ডয়চে ভেলের স্টলে বসে এই দিনে শ্রোতাদের সঙ্গে কথা বলা তার জন্য এক বিরল অভিজ্ঞতা৷
ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের দেবারতি গুহ বলেন, এখানে এসে শ্রোতাদের সঙ্গে তার যোগাযোগের একটি নতুন মাত্রা রচিত হল৷
ডয়চে ভেলে দক্ষিণ এশিয়ার প্রধান গ্রেহেম লুকাস বললেন, বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে ভাষা আন্দোলেনের সম্পর্কের কথা৷ তিনি ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টলেরও প্রশংসা করেন৷
তারা জানান, ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকার গোয়েটে ইন্সটিটিটউটে ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ সেখানে শ্রোতাদের সঙ্গে আরো খোলামেলা কথা হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক