1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলায় ডয়চে ভেলে

২২ ফেব্রুয়ারি ২০১২

অমর একুশে গ্রন্থ মেলায় ২১শে ফেব্রুয়ারি ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টল যেন এক মিলনমেলায় পরিণত হয়৷ শ্রোতারা ডয়চে ভেলে বাংলা বিভাগের কর্মকর্তাদের পেয়ে আবেগে আপ্লুত হন৷

https://p.dw.com/p/146o7
DW has a stall at the Ekushey book fair 2012. Grahame Lucas, Head & Debarati Guha, coordinating editor of the South Asia service as well as Nurunnahar Sattar from the Bengali deptt. were present at the stall on Tuesday, February 21, 2012 on the occassion of Language Martyrs Day. *** eingestellt Februar 2012
Ekushey Buchmesse 2012ছবি: DW

তারা জানান, বই মেলায় ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে ডয়চে ভেলের উপস্থিতি স্মরণীয় হয়ে থাকবে৷

একুশে ফেব্রুয়ারি৷ তাই বই মেলার গেট খুলে যায় সকাল ৮টা থেকেই৷ সকাল ১০টার মধ্যেই শ্রোতা আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টল৷

আর শ্রোতারা এসে দেখেন সেখানে হাজির ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস, দেবারতি গুহ এবং বাংলা বিভাগের চিঠিপত্র বিভাগের নুরুন্নাহার সাত্তার৷ তারা শ্রোতাদের সঙ্গে কথা বলেন, শ্রোতাদের নানা প্রশ্ন আর জিজ্ঞাসার জবাব দেন৷ শ্রোতারা তাদের সঙ্গে কথা বলার পর জানান, ভাষা আন্দোলের ৬০ বছর পূর্তিতে বই মেলায় ডয়চে ভেলে বাংলা বিভাগের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে৷

ডয়চে ভলে বাংলা বিভাগের চিঠিপত্র বিভাগের নুরুন্নাহার সাত্তার বলেন, ২১শে ফেব্রুয়ারিতে তিনি বই মেলায় থাকতে পেরে অনেক খুশি৷ আর ডয়চে ভেলের স্টলে বসে এই দিনে শ্রোতাদের সঙ্গে কথা বলা তার জন্য এক বিরল অভিজ্ঞতা৷

ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের দেবারতি গুহ বলেন, এখানে এসে শ্রোতাদের সঙ্গে তার যোগাযোগের একটি নতুন মাত্রা রচিত হল৷

Ekushey Buchmesse 2012
ডয়চে ভেলে স্টলে নরুন্নাহার সাত্তারছবি: DW

ডয়চে ভেলে দক্ষিণ এশিয়ার প্রধান গ্রেহেম লুকাস বললেন, বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে ভাষা আন্দোলেনের সম্পর্কের কথা৷ তিনি ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টলেরও প্রশংসা করেন৷

তারা জানান, ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকার গোয়েটে ইন্সটিটিটউটে ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ সেখানে শ্রোতাদের সঙ্গে আরো খোলামেলা কথা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য