পুলিশের উপর হামলা, আইএসের ‘দায় স্বীকার'
২৭ মে ২০১৯রোববার রাত ৯টার দিকে মালিবাগে একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন৷
সাইট ইনটেলিজেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আইএস ওই হামলার দায় স্বীকার করেছে৷
জঙ্গিবাদ নজরদারিকারী ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আইএসের একটি বার্তার বরাত দেওয়া হয়৷ সেই বার্তায় আইএস বলেছে, ‘‘আল্লাহর ইচ্ছায় খেলাফতের সৈনিকরা ছদ্মবেশে ঢাকার মালিবাগে মুরতাদ পুলিশের দিকে বোমা ছুড়লে তিন জন আহত হয়েছে৷ যাবতীয় প্রশংসা আল্লাহর৷''
এদিকে, রোববার রাতে পুলিশসহ তিনজন যে বিস্ফোরকে আহত হয়েছেন, সেটি একটি শক্তিশালী ককটেল ছিল বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া৷
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমরা তদন্ত করছি, কারা এর সাথে জড়িত, কী উদ্দেশ্যে এটা করেছে বের হয়ে যাবে, একটু সময় দিন৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুলিশের মনোবল দুর্বল করার জন্যে এ ধরনের অপচেষ্টা করা হচ্ছে, ভীতি তৈরি করা হচ্ছে৷''
এর আগে গত ৩০ এপ্রিল গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছিল৷ তখনও আইএসের নামে দায় স্বীকারের বার্তা এসেছিল৷ তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হলেও তার অগ্রগতির কোনো খবর জানা যায়নি৷
২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ওই ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হয়েছিলেন৷ ওই ঘটনারও দায় স্বীকার করে বার্তা দিয়েছিল আইএস৷
এমবি/এসিবি (এপি, ডিপিএ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)