1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের উপর হামলা, আইএসের ‘দায় স্বীকার'

২৭ মে ২০১৯

রাজধানী ঢাকার মালিবাগে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ‘দায় স্বীকার' করেছে ইসলামিক স্টেট৷ যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স এই তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/3JCSe
Bangladesch Dhaka - Rapid Action Batallion (RAB)
ছবি: picture-alliance/AP Photo/A. Nath

রোববার রাত ৯টার দিকে মালিবাগে একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন৷

সাইট ইনটেলিজেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আইএস ওই হামলার দায় স্বীকার করেছে৷

জঙ্গিবাদ নজরদারিকারী ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আইএসের একটি বার্তার বরাত দেওয়া হয়৷ সেই বার্তায় আইএস বলেছে, ‘‘আল্লাহর ইচ্ছায় খেলাফতের সৈনিকরা ছদ্মবেশে ঢাকার মালিবাগে মুরতাদ পুলিশের দিকে বোমা ছুড়লে তিন জন আহত হয়েছে৷ যাবতীয় প্রশংসা আল্লাহর৷''

এদিকে, রোববার রাতে পুলিশসহ তিনজন যে বিস্ফোরকে আহত হয়েছেন, সেটি একটি শক্তিশালী ককটেল ছিল বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া৷

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমরা তদন্ত করছি, কারা এর সাথে জড়িত, কী উদ্দেশ্যে এটা করেছে বের হয়ে যাবে, একটু সময় দিন৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুলিশের মনোবল দুর্বল করার জন্যে এ ধরনের অপচেষ্টা করা হচ্ছে, ভীতি তৈরি করা হচ্ছে৷''

এর আগে গত ৩০ এপ্রিল গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছিল৷ তখনও আইএসের নামে দায় স্বীকারের বার্তা এসেছিল৷ তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হলেও তার অগ্রগতির কোনো খবর জানা যায়নি৷

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান  বেকারিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ওই ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হয়েছিলেন৷ ওই ঘটনারও দায় স্বীকার করে বার্তা দিয়েছিল আইএস৷

এমবি/এসিবি (এপি, ডিপিএ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য