তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি
২০ সেপ্টেম্বর ২০১২সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া পূর্ণাঙ্গ রায়ের ব্যাপারে বিএনপি'র অবস্থান জানাতেই খালেদা জিয়া আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন৷ তিনি বলেন, রায়ে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের সময় সরকার গঠনের যে নির্দেশনা দেয়া হয়েছে, তা প্রধানমন্ত্রীর কথারই প্রতিধ্বনি৷ এই রায় পক্ষপাতদুষ্ট এবং সাবেক প্রধান বিচারপতি অসদাচরণ করেছেন বলে অভিযোগ করেছেন খালেদা৷
তিনি বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার৷ অথচ সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ এতে দেশে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে বলে মনে করেন তিনি৷
খালেদা জিয়া বলেন, সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনে, তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে৷ আর নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির - প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি৷ তাঁর কথায়, এতে দেশের মানুষ হতাশ হয়েছে৷
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাইরে এক সমাবেশে বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ