সংসদ থাকবে না
২০ সেপ্টেম্বর ২০১২সংবিধানের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, সরকারের মেয়াদের শেষ তিন মাসে নির্বাচন হওয়ার কথা৷ আর সেখানে স্পষ্ট নয় তখন সংসদ থাকবে কিনা৷ বহাল থাকবে কিনা মন্ত্রিসভা৷ বুধবার সন্ধ্যায় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সংসদ থাকবেনা৷ আর রাষ্ট্রপতিই ঠিক করবেন তখন মন্ত্রিসভার আকার কেমন হবে৷
তবে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি নাকচ করে দিয়ে বলেন, আদালতের রায়ের আলোকে মানুষের দাবিকে সম্মান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে৷ পৃথিবীর কোনো সভ্য দেশে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয়না৷ যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন সেই ব্যবস্থা ফিরে এলে তাদেরই গণতান্ত্রিক অধিকার খর্ব হতে পারে৷
প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর সরকারের সময়ে প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে৷ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি৷ নির্বাচন কমিশনকে যথেষ্ঠ শক্তিশালী করা হয়েছে৷ এই নির্বাচন কমিশনের অধীনেই হবে৷
শেখ হাসিনা পদ্মা সেতু প্রসঙ্গে বলেন, এই সরকারের সময়েই এর নির্মাণকাজ শুরু হবে৷ প্রয়োজন হলে রেল সংযোগ বাদ দিয়ে খরচ কমিয়ে সেতু নির্মাণ করা হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক