1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ ডিসেম্বর ২০১২

নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বুধবার সারাদেশে জনসংযোগ কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি৷ ঢাকায় বিএনপি’র কর্মসূচিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পাঁচটি পথসভায় বক্তৃতা দেবেন৷

https://p.dw.com/p/178pJ
ছবি: DW

ঢাকায় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি'র বুধবারের জনসংযোগ কর্মসূচি শুরু হওয়ার কথা সকাল ১১ টায়৷ গাবতলীতে খালেদা জিয়ার প্রথম পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে৷ এর পর এই জনসংযোগ কর্মসূচি খালেদা জিয়ার নেতৃত্বে কল্যাণপুর, শিশু মেলা, পঙ্গু হাসপাতাল ও আগারগাঁও হয়ে কারওয়ান বাজার, মগবাজার, কাকরাইল, বঙ্গবাজার, পুরনো ঢাকা, সায়েদাবাদ, মুগদাপাড়া, বালুর মাঠ, বাসাবো, খিলগাঁও, মালিবাগ, রামপুরা এবং বাড্ডা এলাকায় গিয়ে শেষ হবে৷ জনসংযোগ চলাকালে খালেদা জিয়া গাবতলীসহ মোট পাঁচটি জায়গায় পথসভায় বক্তৃতা দেবেন৷ বিকেল ৫টায় এই কর্মসূচি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে৷ এক সংবাদ সম্মেলনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম দাবি করেছেন, এই কর্মসূচিতে সরকারের প্রতি অনাস্থা জানাতে মানুষের ঢল নামবে৷

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, তাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ৷ এতে বাধা দেয়া হলে দেশের মানুষই তার জবাব দেবে৷

এদিকে আওয়ামী লীগ নেত্রী এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুয়ায়ী, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়৷ বিএনপি'র কর্মসূচিতে বাধা দেয়ার কোনো ইচ্ছা তাদের নেই বলেও জানান তিনি৷ আর পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানান, আইন-শৃঙ্খলা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তাদের যা করণীয় তারা তা করবেন৷

নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দল আগেই এই জনসংযোগের কর্মসূচি দেয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য