তদন্তের প্রয়োজনে টিআইবি’কে তথ্য সরবরাহ করবে যোগাযোগ মন্ত্রণালয়
১৪ সেপ্টেম্বর ২০১১সাম্প্রতিক সময়ে পদ্মাসেতু ও সড়ক নির্মানসহ যোগাযোগ মন্ত্রনালয়ের বিভিন্ন কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে৷ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে৷ যোগাযোগমন্ত্রী অবশ্য এসব অভিযোগকে ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন৷ শুধু তাই নয়, মঙ্গলবার টিআইবি'কে চিঠি দিয়ে যোগাযোগ মন্ত্রনালয়ের গত আড়াই বছরের কাজ পর্যালোচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি৷ জবাবে আজ টিআইবি তদন্তে সম্মতি জানিয়েছে৷ যা ডয়চে ভেলেকে জানিয়েছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷
তিনি বলেন, তদন্তের অন্যতম শর্ত হল তাঁদের কাজে যেসব কাগজপত্র এবং তথ্য উপাত্ত প্রয়োজন হবে, তা যোগাযোগ মন্ত্রনালয়কে সরবরাহ করতে হবে৷ আর তদন্ত রিপোর্টটি জনসম্মূখে প্রকাশ করার সুযোগ দিতে হবে৷
ড. ইফতেখারুজ্জামান জানান, যোগাযোগমন্ত্রীর এই উদ্যোগ অনুসরণ করে সব মন্ত্রণালয়ের কাজকর্ম দেখার জন্য ওয়াচডগ নিয়োগ করা যেতে পারে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ