তাঁদের আবার স্মরণ করছে জার্মানি
১৭ এপ্রিল ২০১৫দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনো তদন্ত চলছে৷ তবে তদন্তে কো-পাইলট আন্দ্রেয়াস লুবিৎস নামটি যে বারবার আসবে তা নিশ্চিত৷ সংবাদ মাধ্যমের খবরে একটি বিষয় আগেই পরিষ্কার হযে গেছে আর তা হলো লুবিৎস ‘আত্মহত্যাপ্রবণ' ছিলেন৷ সেদিন শারীরিক এবং মানসিকভাবে বিমান চালানোর উপযুক্ত ছিলেন না – এমন কথাও উঠেছে৷ লুবিৎস একসময় মনস্তাত্ত্বিকের পরামর্শ নিতেন এবং তখন তাঁর মাঝে ‘আত্মহত্যার প্রবণতা' ছিল – এইটুকু স্বীকার করলেও জার্মানির বিমান চলাচল কর্তৃপক্ষ লুফটহানসা দাবি করেছে, লুবিৎস সেই অবস্থায় ছিলেন বৈমানিক হিসেবে কাজ শুরু করার আগে৷ তাদের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বৈমানিকের সনদ পান লুবিৎস৷ তারপর থেকে একবারও তাঁর মধ্যে মানসিক অসুস্থতা বা আত্মহত্যাপ্রবণতার কোনো লক্ষণ দেখা যায়নি৷বিমান কর্তৃপক্ষের এসব বক্তব্যের পরও সংশয় কাটেনি৷ লুবিৎস এক সময় মানসিক বিষাদ কাটাতে নিয়মিত ওষুধ খেতেন, তাঁর চোখেও সমস্যা ছিল – সংবাদ মাধ্যমে এসব খবর চলে আসায় কো-পাইলটের সুস্থতা এবং দুর্ঘটনায় নিহতদের জীবনের জন্য আফসোস আরো বেড়েছে৷
গত ২৪ মার্চ জার্মানউইংসের বিমান দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের স্মরণে বার্সেলোনা বিমানবন্দরে আবার শোকের ছায়া নেমেছিল সোমবার৷ স্পেনের এই বিমানবন্দর থেকেই যাত্রা শুরু করে ফ্রেঞ্চ আল্পসে শেষ হয়েছে ১৫০টি জীবন৷ তাই সেই বিমানবন্দরে শোক জানানোর এই আয়োজন৷ এদিকে কোলন শহরে নিহত বিমানযাত্রীদের স্মরণ করছে জার্মানি৷ নিহতদের ৫০০ স্বজন থাকবেন কোলন ডোম বা ক্যাথিড্রালের এই আয়োজনে৷ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক, স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্রান্সের সড়ক যোগাযোগমন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত থাকবেন৷
এসিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ)