1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারা আমাকে জেলে পাঠাতে পারেন: ড. ইউনূস

২১ ফেব্রুয়ারি ২০২৪

জার্মানির সাপ্তাহিক ডি সাইট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাকে জেল দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন৷ সাক্ষাৎকারটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে৷

https://p.dw.com/p/4chKP
সম্প্রতি জার্মানির ডি সাইট পত্রিকাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস৷
বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসছবি: Getty Images/S. Vlasic

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গতমাসে ড. ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়৷ এখন তিনি জামিনে আছেন৷

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংক তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে৷

তবে গত শনিবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ দাবি করেন, সাতটি প্রতিষ্ঠান আইন মেনেই নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে৷ ড. ইউনূস মানি লন্ডারিং করেছেন- এমন প্রমাণ হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি৷ রোববার এক বিবৃতিতে এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করে ইউনূস সেন্টার৷

সাম্প্রতিক এসব ঘটনার পেছনে কে আছে- এই প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘‘বাংলাদেশে সবাই জানে, এসব কীভাবে ঘটে৷ কারও নাম নিতে নেই; এটা অনেক খারাপ পরিণতি নিয়ে আসে৷’’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ইউনূসকে পদ্মা নদীতে চুবানি' দেওয়া সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘‘তিনি নিশ্চিত করতে চান যে, মানুষ আমাকে ঘৃণা করুক৷’’ শেখ হাসিনা কেন এমন চান সেটি তিনি জানেন না বলেও সাইট অনলাইনকে জানান ড. ইউনূস৷ ‘‘কেউ বলে এটা ব্যক্তিগত, কেউ বলে এটা রাজনৈতিক৷’’

২০১১ সালে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ তোলা হলে ড. ইউনূস বলেন, ‘‘আমাকে সরানোর পর তারা আশা করেছিলেন, আমাকে আর দেখা যাবে না, কেউ আমাকে মনে রাখবে না৷’’ এরপরও ড. ইউনূস সম্ভবত বাংলাদেশের সবচেয়ে পরিচিত নাগরিক এবং তাকে বিশ্বের বিভিন্ন দেশে বক্তৃতা দিতে ডাকা হয়- সাইট অনলাইন এমন তথ্য উল্লেখ করলে নোবেলজয়ী বলেন, ‘‘তারা জানতেন না, এটা কীভাবে কী করতে হবে৷ সে কারণে তারা এখন হাস্যকর আইনি মামলা নিয়ে এসেছেন৷’’

কিছু মানুষ বলেন, শেখ হাসিনা তার (ইউনূসের) জনপ্রিয়তায় শঙ্কিত এবং তিনি (ই্উনূস) হয়ত প্রধানমন্ত্রী হতে চান- সাইট অনলাইনের সাংবাদিকদের এমন কথার প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, ‘‘দ্যাটস দ্য লাস্ট থিং আই ওয়ান্ট (এটা সবশেষ বিষয়, যা আমি চাই)৷ যা করছি তা নিয়েই আমি খুশি৷''

আগামীতে কী হতে পারে বলে আপনি মনে করেন- এই প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, ‘‘অনেক ধরনের সামাজিক ও আইনি শাস্তি৷ তারা আমাকে জেলে পাঠাতে পারেন৷ এছাড়া আমার আরও আশঙ্কা, এতদিন ধরে যা তৈরি হয়েছে সব ধ্বংস করা হবে৷''

সাক্ষাৎকারের এক পর্যায়ে রাশিয়ায় নাভালনির মৃত্যুর প্রসঙ্গ তোলা হলে ড. ইউনূস বলেন, ‘‘হ্যাঁ, এটা মর্মান্তিক৷ মানুষ এখন তাদের চোখে এই প্রশ্ন নিয়ে আমার দিকে তাকায়৷ তাদের আশঙ্কা, আমার সঙ্গে একই বিষয় ঘটতে পারে৷’’

ড. ইউনূস বলেন, তার অনেক বন্ধু তাকে তাদের দেশে থাকতে বলেছেন৷ ‘‘আমাকে নাগরিকত্ব, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে৷ কিন্তু আমি বাংলাদেশ ছাড়তে চাই না৷ আমি তাদের সবসময় বলি, আমি সারা জীবন বাংলাদেশে কাজ করেছি৷ তাছাড়া আমি যদি যাই, আমি যাদের সঙ্গে কাজ করি, তাদের কী হবে?'' বলেন তিনি৷

জেডএইচ/এসিবি (সাইট অনলাইন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান