1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল

২৭ ডিসেম্বর ২০১২

বড়দিন উপলক্ষ্যে ছুটিতে আছেন বুন্ডেসলিগা আর স্প্যানিশ লা লিগার খেলোয়াড়রা৷ তবে থেমে নেই ইউরোপের আরেক জমজমাট আসর ইংলিশ প্রিমিয়ার লিগ৷ বুধবার রাতে ঐ লিগ দেখেছে বেশ কিছু চমকপ্রদ ম্যাচ৷

https://p.dw.com/p/179Np
CAPE TOWN, SOUTH AFRICA - JULY 21: Bebe of Manchester United during the MTN Football Invitational match between Ajax Cape Town and Manchester United at Cape Town Stadium on July 21, 2012 in Cape Town, South Africa. (Photo by Luke Walker/Gallo Images/Getty Images)
ছবি: Getty Images

প্রথমে আসা যাক ম্যানচেস্টার ইউনাইটেড আর নিউক্যাসেলের মধ্যকার খেলায়৷ ঐ ম্যাচে নিউক্যাসেল পরপর তিনবার এগিয়ে গিয়েও খেলার শেষ মিনিটে গিয়ে হেরে যায়৷ অর্থাৎ ম্যান ইউ'র কাছে তারা হারে ৪-৩ গোলে৷

নিউক্যাসেলের পক্ষে ম্যাচের প্রথম গোলটি করেন পার্চ – খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায়৷ ম্যান ইউ'র ইভান্স সেটা পরিশোধ করেন ২৫ মিনিটে৷ এর তিন মিনিট পর আবারও গোল করেন ইভান্স৷ তবে এবার আর সেটা প্রতিপক্ষের জালে নয়, নিজেদেরই জালে বল ঢুকিয়ে দেন তিনি৷ অর্থাৎ নিউক্যাসেল এগিয়ে যায় ২-১ গোলে৷ এরপর ম্যান ইউ'র দ্বিতীয় গোল আসে ৫৮ মিনিটে ফন পার্সির পা থেকে৷

৬৮ মিনিটে নিউক্যাসেল আবারও গোল করে এগিয়ে যায়৷ কিন্তু মাত্র তিন মিনিট পরই খেলায় নতুন করে সমতা ফেরায় ম্যান ইউ৷ অবশেষে খেলার শেষ মিনিটে গোল করে ম্যান ইউকে জয় এনে দেন হার্নান্দেজ৷

চরম উত্তেজনাপূর্ণ এই খেলায় জয়ের ফলে পয়েন্ট তালিকায় ম্যান ইউ'র সংগ্রহ এখন ৪৬৷ তাদের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি, যারা বুধবার ১-০ গোলে হেরে গেছে সান্ডারল্যান্ডের কাছে৷

অবশ্য খেলা শেষে রেফারিকে একহাত নিয়েছেন ম্যান সিটির কোচ মানচিনি৷ তাদের একটি ফাউল না দেয়ায় মানচিনি বলেছেন, ‘‘রেফারি নিশ্চয় বড়দিনের সময় অনেক বেশি খাওয়া দাওয়া করেছেন৷ নাহলে পরিষ্কার একটি ফাউলের ঘটনা তিনি দেখতে পান না কিভাবে?''

যাই হোক, ম্যান সিটির এই হারের কারণে খুশি চেলসি৷ কারণ বুধবার তারা ১-০ গোলে হারিয়েছে নরউইক সিটিকে৷ এর ফলে, ম্যান সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র চার৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য