1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কের সংসদে তুমুল মারামারি

২০ জানুয়ারি ২০১৭

এক সপ্তাহের মধ্যে আবার উত্তেজনা চরমে উঠল তুরস্কের সংসদে৷ সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের তর্কাতর্কির এক পর্যায়ে আবার শুরু হলো মারামারি৷ মারামারিতে আহত হয়ে অন্তত দু'জন সংসদ সদস্য এখন হাসপাতালে৷

https://p.dw.com/p/2W6va
তুরস্কের সংসদে তুমুল মারামারি
ছবি: picture-alliance/AP Photo

তুরস্কের সংসদে থেকে থেকেই উত্তেজনা চরমে উঠছে৷ প্রেসিডেন্টের ক্ষমতা আরো বাড়ানোর জন্য প্রস্তাবিত বিলটি সংসদে উত্থাপনের পর থেকেই এ অবস্থার শুরু৷ প্রস্তাবিত বিলে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে যে কোনো সময় মন্ত্রীদের নিয়োগ এবং বরখাস্ত করাসহ বেশ কিছু ক্ষমতা দেয়ার কথা বলা হয়েছে৷ বিলটি সংসদে পাশ হলেই অবশ্য এর্দোয়ানের ক্ষমতা বাড়বে না৷ পাশ হওয়ার পর এ নিয়ে গণভোট হবে৷ আর সেখানে ক্ষমতাসীন দল জাস্টিস ফর ডেভেলপমেন্ট পার্টি (একেপি)-র প্রস্তাব করা এ বিল যে বিপুল সমর্থন পাবে তা প্রায় নিশ্চিত৷ বিরোধীরা বলছেন, এ কারণেই এমন একটি বিষয় নিয়ে গণভোট চাচ্ছে একেপি৷ তাঁরা মনে করেন, এর্দোয়ানের ক্ষমতা আরো বাড়ালে দেশে গণতন্ত্র আরো বিপন্ন হবে, দেশে তখন এক ব্যক্তির শাসন সাংবিধানিকভাবেও প্রতিষ্ঠিত হবে৷

Turkish constitutional reforms pass first vote

বৃহস্পতিবার বিলটি নিয়ে আলোচনা শুরুর পরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন৷ নির্দলীয় সংসদ সদস্য আয়লিন নাজলিয়াকা মাইক্রোফোনের সঙ্গে শিকল দিয়ে নিজের হাত বাঁধতে বাঁধতে বলে ওঠেন, ‘‘এক ব্যক্তির শাসনকে ‘না' বলতে আমি আমার হাত শিকল দিয়ে বাঁধছি৷'' সঙ্গে সঙ্গেই সংসদে শুরু হয়ে যায় হট্টগোল৷ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন ডেপুটি স্পিকার৷ একেপি-র কয়েকজন সাংসদ ছুটে গিয়ে আয়লিনের হাত মাইক্রোফোন থেকে খোলার জন্য টানাটানি শুরু করলে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ বিশেষ করে সরকারি এবং বিরোধী দলের নারী সাংসদদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি৷ মারামারিতে আহত হয়ে কুর্দিশ পিপল'স ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)-র পারভিন বুলদান এবং সরকারি দলের গোকেন এন্ক হাসপাতালে ভর্তি হয়েছেন৷

তুরস্কের সংসদে গত কিছুদিনে এই নিয়ে তৃতীয়বার মারামারি হলো৷

প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর এই বিলটির ওপর সংসদে এ সপ্তাহেই শেষবারের মতো ভোটাভুটি হওয়ার কথা৷ ভোটে বিলটি অনুমোদন পেলে গণভোটের দিন স্থির করা হবে৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

আমাদের দেশের সংসদেও এমন মারামারির ঘটনা কি কখনও আপনি প্রত্যক্ষ করেছেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান