1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থানায় হেফাজতে মৃত্যু, তিন পুলিশের যাবজ্জীবন

৯ সেপ্টেম্বর ২০২০

থানায় নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে বাংলাদেশে তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত৷ সাড়ে ছয় বছর আগের ঘটনার এই মামলায় রায় ঘোষণা করা হয়েছে বুধবার৷

https://p.dw.com/p/3iCXs
প্রতীকী ছবিছবি: DW/M. Mostafigur Rahman

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে কোনো মামলায় দেশে এটাই প্রথম রায়৷ তিন পুলিশ সদস্যকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা এই আইনে সর্বোচ্চ সাজা৷

২০১৪ সালের সাত ফেব্রুয়ারি গাড়িচালক ইশতিয়াক হোসেন জনিকে থানায় নিয়ে পিটিয়ে হত্যা করা হয়৷ সাত অগাস্ট জনির ভাই রকি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ‘নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে’ এই মামলা দায়ের করেন।

অভিযুক্ত তিন পুলিশ সদস্য হলেন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান খান, এএসআই রাশেদুল ইসলাম, এএসআই কামরুজ্জামান মিন্টু৷ তাদেরকে যাবজ্জীবন সাজার পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে৷ অর্থদণ্ডের টাকা দিতে না পারলে আরও ছয় মাস জেল খাটতে হবে তাদের৷ ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন বলে উল্লেখ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

অর্থদণ্ড ছাড়াও আসামীদের প্রত্যেককে আগামী দুই সপ্তাহের মধ্যে নিহতের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে । এর বিরুদ্ধে কোন আপিল করা যাবে না।

মামলার বাকি দুই আসামি পুলিশের ‘সোর্স’ রাশেদ ও সুমনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে৷ সেই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে তাদেরকে৷

কী ঘটেছিল

মামলার অভিযোগ অনুযায়ী, সাত ফেব্রুয়ারি রাতে মিরপুর-১১ নম্বর সেক্টরে ইরানি ক্যাম্পে বিল্লাল নামে এক ব্যক্তির গায়ে হলুদের অনুষ্ঠান গিয়েছিলেন জনি ও তার ভাই রকি৷

পুলিশের সোর্স সুমন মাতাল অবস্থায় অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করলে জনি তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন৷ ঝগড়ার এক পর্যায়ে জনি সুমনকে চড় মারেন৷ এর আধা ঘণ্টা পর এসআই জাহিদসহ কয়েকজন পুলিশ অনুষ্ঠান থেকে জনিকে ধরে থানায় নিয়ে যান৷

অভিযোগে বলা হয়, ‘‘জনিকে পল্লবী থানার হাজতে নিয়ে এসআই জাহিদসহ অন্য আসামিরা হকিস্টিক, ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মারধর করে এবং জনির বুকের ওপর উঠে লাফায়৷ জনি পানি চাইলে জাহিদ তার মুখে থুথু ছিটিয়ে দেন৷’’

নির্যাতনে জনি সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসকরা৷

ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি এই মামলার প্রতিবেদন জমা দেন। তাতে তিন পুলিশ কর্মকর্তা ও দুই সোর্সের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়৷

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য