1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দায় এড়াতে পুলিশের বাহানা

আরাফাতুল ইসলাম৪ আগস্ট ২০১৫

বাংলাদেশ পুলিশ নাকি রক্ষকের চেয়ে ভক্ষকের ভূমিকায় থাকে বেশি৷ এমন কথা অনেকবার শুনেছি৷ দায় এড়াতে পুলিশের বাহানার অন্ত নেই৷ দু'মাস আগে ঢাকায় এ সব কথার প্রমাণ পেয়েছি হাতেনাতে৷

https://p.dw.com/p/1G9Tz
Bangladesch Ausschreitungen vor den Wahlen 29. Dez. 2013
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

বাংলাদেশ পুলিশ মঙ্গলবার জানিয়েছে, দেশটির ৮৪ শতাংশ অপহরণের ঘটনা নাকি প্রেমঘটিত কারণে হয়ে থাকে৷ পুলিশ বলেছে, তাই বিশ্বাস করতে হবে – এমন ধারণার বাইরে গিয়ে ভাবলে মাথায় অনেক প্রশ্ন আসে৷ পুলিশ কিসের ভিত্তিতে এ কথা বলেছে? এটা কি কোনো পরিসংখ্যানের ভিত্তিতে বলা? নাকি পুলিশের নিছক ধারণা?

এ সব প্রশ্নের উত্তর পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে নেই৷ তবে বিবৃতিতে দায় এড়ানোর প্রবণতা প্রবল৷ তাদের বিবৃতিতে উল্লেখ আছে, প্রেমের টানে কেউ পালিয়ে গেলেও নাকি তারা অপহরণের অভিযোগ গ্রহণ করে৷ অর্থাৎ পরে মামলাও হয় অপহরণের৷ প্রাপ্ত বয়স্ক দু'জন মানুষ ভালোবাসার টানে ঘর ছাড়লে সেটা অপহরণ কিভাবে হয় আমার বোধগম্য নয়৷ আইনের রক্ষকদের এ রকম মন্তব্য মানুষকে আরো অসহায় করে তোলে৷

বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন করতে দু'মাস আগে একটি সাংবাদিক দলের সঙ্গে আমি ঢাকা গিয়েছিলাম৷ মাত্র চারমাসের ব্যবধানে তিনজন নাস্তিক ব্লগারকে হত্যা করা হয়েছে৷ সবাইকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে৷ এর মধ্যে ২৬ ফেব্রুয়ারি ব্লগার অভিজিৎ রায়কে খুন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে তখন পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল৷

নিহত ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা আহমেদের সঙ্গে কথা বলে এবং অন্য কয়েকজন ব্লগারদের সঙ্গে আলাপ করার পর, একটা বিষয় পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে, পুলিশে তাঁদের কারো ভরসা নেই৷ বরং পুলিশ পরোক্ষভাবে ব্লগারদের হত্যাকারীদের সহায়তা করছে বলেও অভিযোগ করেছেন কোনো কোনো ব্লগার৷ আমরা তাই জানতে চেয়েছিলাম পুলিশের বক্তব্য৷

ঢাকা সফর শেষের আগের রাতে তাই যেতে হয়েছে ঢাকার মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে৷ ছোট্ট একটি প্রকোষ্ঠে একগাদা মানুষ আটকে রাখা হয়েছে৷ তাঁরা প্রায় সবাই কাঁদছিল৷ এরকম এক প্রকোষ্ঠ পরিয়ে যেতে হয়েছিল গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়ের রুমে৷ তিনি আগে সাংবাদিক ছিলেন, একটি ইংরেজি পত্রিকায় চাকুরি করতেন৷

রায়ের বক্তব্য আমরা রেকর্ড করেছি দীর্ঘসময়৷ তিনি ঘুরেফিরে শুধু দায় এড়ানোর চেষ্টা করেছেন৷ অভিজিৎ রায়কে যখন কুপিয়ে হত্যা করা হয়, তখন সেখানকার খুব কাছেই পুলিশ ছিল৷ কিন্তু তারা রায়কে রক্ষায় এগিয়ে আসেনি৷ এটা কেন? এই প্রশ্নের জবাবে এক পর্যায়ে পুলিশের উপ-কমিশনার জানান, ঘটনা খুব দ্রুত ঘটে যাওয়ায় পুলিশ তাদের কর্তব্য স্থির করতে পারেনি৷ তিনি বরং দায় চাপানোর চেষ্টা করেছেন সেই সব ব্লগারদের প্রতি, যাঁরা ধর্মের সমালোচনা করে লেখালিখে করেন৷ ‘রোমে থাকলে রোমানদের মতো হতে হয়' – এ কথাও তিনি বলেছেন৷ সোজা বাংলায় তাঁর অর্থ আমি যা বুঝেছি তা হচ্ছে, বাংলাদেশে বসে ধর্মের সমালোচনা করা যাবে না৷ আর যদি কেউ সেটা করে তাহলে করতে হবে নিজ দায়িত্বে৷ পুলিশ তাঁকে রক্ষায় কিছু করবে না৷ এমনকি তাঁকে হত্যার হুমকি দেয়া হলেও৷

অভিজিৎ রায় হত্যাকাণ্ডকে হালকা করার চেষ্টাও পুলিশের তরফ থেকে হচ্ছে এখন৷ কিছু দিন আগে ঢাকার একটি পত্রিকা গোয়েন্দা সূত্রের বরাতে লিখেছে, বন্যা আহমেদ, যিনি নিজেও ঢাকায় হামলায় গুরুতর আহত হন, তিনি নাকি তাঁর কোনো এক বন্ধুকে তাঁদের ঢাকা সফরের কথা বলেছিলেন৷ আর সেখান থেকেই তথ্য পেয়েছে খুনিরা৷

বন্যার সঙ্গে আমি নিজে কথা বলেছি এ নিয়ে৷ তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি কোনো বন্ধুকে কোন তথ্যই দেননি৷ ঢাকায় তাঁর কোনো বন্ধু নেইও৷ মুক্তমনা ব্লগের পক্ষ থেকে এই সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে৷

DW Bengali Arafatul Islam
আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

অবশ্য বাংলাদেশ পুলিশের এই প্রবণতা নতুন নয়৷ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পরও এরকম এক গুজব ছড়ানোর চেষ্টা হয়েছিল৷ রুনির কোনো এক ছেলেবন্ধু হয়ত কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে – এমনটা প্রতিষ্ঠিত করা গেলে পুরো হত্যাকাণ্ডকে পরকীয়ার রূপ দেয়া যায়৷ পুলিশ রুনির এক কথিত বন্ধুকে গ্রেপ্তারও করে৷ তবে পরকীয়ার বিষয়টি সাজানো যায়নি গণমাধ্যমে বাধার কারণে৷

বলছি না, বাংলাদেশ পুলিশ ভালো কিছু করছে না৷ পুলিশের ভালো কাজের নজিরও আছে, তবে তা বিরল৷ আমার মনে হয়, পুলিশ রাজনৈতিক কারণে অনেক কিছু করতে পারে না৷ তারা ‘অফ দ্য রেকর্ড' যা বলতে পারে ‘অন দ্য রেকর্ড' তা পারে না৷ তবে তাদের সেসব ‘অফ দ্য রেকর্ড' বক্তব্য তাদের সক্ষমতার জানান দেয়৷ আফসোস আমরা সেগুলো ছাপতে পারি না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য