1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে ফের আগুন, মৃত ১

৯ জানুয়ারি ২০২০

ফের মাঝরাতে আগুন লাগল দিল্লির এক কারখানায়। মৃত্যু হলো এক ব্যক্তির। দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে।

https://p.dw.com/p/3VvSy
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup

আবার আগুন দিল্লিতে। ফের মৃত্যু। এ বার আগুন লাগল দিল্লির পটপরগঞ্জের একটি কাগজের কারখানায়। ৩৬টি দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কার্যত আগুন নগরীতে পরিণত হয়েছে দিল্লি। গত এক মাসে এই নিয়ে পাঁচবার আগুন লাগল দিল্লির বিভিন্ন কারখানায়। ফের মৃত্যু হল এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে আগুনের শিক্ষা দেখতে পাওয়া যায় পটপরগঞ্জের একটি কাগজের কারখানায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছে বহুক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভিতর থেকে উদ্ধআর করা হয় একটি মৃতদেহ। দমকলের দাবি, বাড়ির ভিতরে আর কারও মৃত্যু হয়নি, কেউ আটকেও নেই। তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ।

কিন্তু এ দিনের আগুন ফের সেই পুরনো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। কেন বার বার আগুন লাগছে দিল্লিতে? কেন বেঘোরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের? উত্তর সহজ। অলি গলিতে গজিয়ে ওঠা দিল্লির অধিকাংশ কারখানারই ফায়ার লাইসেন্স নেই। শুধু তাই নয়, আগুন নেভানোর সাধারণ সরঞ্জামটুকুও নেই এই সমস্ত কারখানাগুলিতে।

প্রতিবারই আগুন লাগার পরে প্রশাসন দায় এড়িয়ে যায়। নতুন নতুন কমিটি তৈরি হয়। কিন্তু কাজের কাজ যে কিছুই হয় না, এ দিনের ঘটনায় তা আরও একবার প্রমাণিত হল।

এসজি/জিএইচ (ইন্ডিয়া টুডে, পিটিআই)