1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি

২২ আগস্ট ২০২২

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সি্সোদিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে সিবিআই। পাল্টা তোপ আম আদমি পার্টির।

https://p.dw.com/p/4Fr0f
মনীশ সিসোদিয়া
ছবি: Qamar Sibtain/IANS

পশ্চিমবঙ্গের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পর এবার সিবিআই তল্লাশি দিল্লিতে। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে সিবিআই। যদিও তারা কিছু উদ্ধার করতে পেরেছে কি না, তা জানানো হয়নি। ওই একই সময়ে বিভিন্ন রাজ্যে আরো ৩১টি জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছে বলে জানানো হয়েছে।

মনীশের বিরুদ্ধে অভিযোগ, মদের দোকানের লাইসেন্স দেয়ার বিষয়ে তিনি কারচুপি করেছেন। বিজেপি প্রাথমিকভাবে অভিযোগ করেছিল মনীশ আট হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। পরে তা বাড়িয়ে ১১ হাজার কোটি টাকা বলা হয়। এখন অবশ্য ১৪৪ কোটি টাকার দুর্নীতি বলা হচ্ছে।

একদিকে যখন সিবিআই মনীশের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, মনীশ তখন কেন্দ্রীয় সরকার এবং শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিজেপি বুঝতে পেরেছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রধান বিরোধী আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রীও বটে। রাজনৈতিকভাবে আপের সঙ্গে বিজেপি পেরে উঠছে না বলেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।

মনীশের দাবি, সিবিআই চাইলে আবার তল্লাশি চালাতে পারে, তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু তার কাছ থেকে কিছুই উদ্ধার হবে না। কারণ যে দুর্নীতির কথা বলা হচ্ছে, তার সঙ্গে তিনি যুক্ত নন। বরং বিজেপি নেতারা এধরনের দুর্নীতি করেছেন বলে পাল্টা তোপ দেগেছেন মনীশ।

মনীশের অভিযোগের উত্তর দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া জানিয়েছেন, ''আইন আইনের পথে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নন। দিল্লির আবগারি দুর্নীতি ক্রমশ প্রকাশ্যে আসছে।'' কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ''কেজরিওয়ালকে মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা এক ধরনের খোয়াব। আপ বরাবরই এমন স্বপ্ন দেখে।''

মনীশ অবশ্য কেবল আত্মপক্ষ সমর্থন করেননি। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন গুজরাতের বিজেপি সরকারের বিরুদ্ধে। তার বক্তব্য, গুজরাতে প্রায় ১০ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার দুর্নীতি হয়েছে। সাহস থাকলে কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সিগুলিকে ব্যবহার করে তার তদন্ত করা দেখাক।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)