দুর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না
৭ জানুয়ারি ২০২০প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের স্মরণ আছে, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম৷ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি৷ মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না৷
দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না৷'' প্রধানমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান থাকবে, যে-ই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় নিয়ে আসুন৷ সাধারণ মানুষের হক যাতে কেউ কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে৷''
পাশাপাশি জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷
বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশি ও বহিঃশক্তির সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী৷ প্রতিবেশির সাথে সুসম্পর্ক বজায় রাখাকে তার সরকার গুরুত্বপূর্ণ মনে করে৷ তিনি বলেন, ‘‘এটি দুবর্লতা নয় কৌশল৷ এই জন্য মিয়ানমার উসকানি দেয়া চেষ্টা করলেও সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি৷'' তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ আশা করি ন্যয় বিচার পাব৷
শেখ হাসিনা বলেন, যেকোনো শান্তিপূর্ণ আন্দোলনকে তার সরকার স্বাগত জানায়৷ তবে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ বরদাশত করা হবে না৷ সবশেষ জাতীয় নির্বাচনের পর সবার অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত হয়েছে বলেও দাবি করেন তিনি৷
প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিচালনায় ‘‘সবক্ষেত্রে শতভাগ সফল হয়েছি বলব না৷ তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না৷''
দুই একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্খথিত ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এইসব ঘটনা কাউকে প্রশ্রয় দেয়া হয়নি৷