1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থার কিছুটা উন্নতি

১ ডিসেম্বর ২০১১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে৷ গত বছরের ১২তম অবস্থান থেকে বাংলাদেশ এবার ১৩তম অবস্থানে৷ এবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও সঙ্গে উত্তর কোরিয়া৷

https://p.dw.com/p/13KV8
Transparency International Logo

বিশ্বের অন্যান্য দেশের মত প্রায় একই সময়ে আজ বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করা হয়েছে৷ ঢাকায় সংবাদ সম্মেলন করে এই সূচক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি৷ টিআইবির নির্বাহী পরিচালক জানান, এবারও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া৷ আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত নিউজিল্যান্ড৷ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতি হয় সিঙ্গাপুর এবং হংকংয়ে৷ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের ১৮৭ টি দেশে ঘুষের লেন দেন, ক্ষমতার অপব্যবহার সহ নানা বিষয় বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়৷

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের জুন মাস থেকে বিগত ২ বছরের তথ্য উপাত্ত নিয়ে বাংলাদেশের দুর্নীতির সূচক তৈরি করা হয়েছে৷ বাংলাদেশে গত বছরের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে৷

তবে টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতানা কামাল অবশ্য বলেছেন, এতে আত্মতুষ্টির কিছু নেই৷ কারণ দুর্নীতির মধ্যেই এখনো আমরা আছি৷

তিনি বলেন, দুর্নীতি দূর করতে হলে প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরো বাড়াতে হবে৷ দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন এবং শক্তিশালী করতে হবে৷ কার্যকর করতে হবে সংসদ৷

ট্র্যান্সপারেন্সির সূচক অনুযায়ী এক নম্বর অবস্থানের দেশটি বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য