দেউলিয়া টমাস কুক, সব বুকিং বাতিল
২৩ সেপ্টেম্বর ২০১৯যুক্তরাজ্যের বেসামরিক বিমান পরিহন কর্তৃপক্ষ (সিএএ) বলছে, বিশ্বজুড়ে পর্যটন পরিচালনাকারী ১৭৮ বছরের পুরনো এই কোম্পানি তাৎক্ষণিক সকল বিক্রি বন্ধ করে দিয়েছে৷ তাদের এই ঘোষণার ফলে এ মুহূর্তে বিদেশে থাকা হাজার হাজার পর্যটককে দেশে ফেরানোর জন্য নতুন করে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে৷
টমাস কুকের প্রধান নির্বাহী পিটার ফ্যাংকহসার কোম্পানিকে বাধ্যতামূলকভাবে দেওলিয়া ঘোষণা করার কথা জানিয়ে বলেন, এরকম পতন গভীর আক্ষেপের বিষয়৷ লাখ লাখ গ্রাহক ও কয়েক হাজার কর্মীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি৷
টমাস কুকের পতনের ফলে বিশ্বজুড়ে ২০ হাজার মানুষের চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে৷ ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, কোম্পানিটির পতন কর্মীদের জন্য এবং অবকাশ যাপনকারীদের জন্য অত্যন্ত দুঃখের৷
শ্যাপস জানান, গ্রাহকদের বিনা খরচে দেশে ফেরাতে সরকার ও বিমান পরিবহন কর্তৃপক্ষ এর মধ্যেই কয়েক ডজন উড়োজাহাজ ভাড়া করেছে৷ টমাস কুকের মাধ্যমে বিদেশে যাওয়া নাগরিক ফেরাতে জরুরি এ কার্যক্রমের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ম্যাটারহর্ন’৷
লিসেস্টারশায়ারের কেবিনেট নির্মাতা টমাস কুকের হাত ধরে ১৮৪১ সালে যাত্রা শুরু করেছিল কোম্পানিটি৷ তার নামে চালু হওয়া এই কোম্পানি বিশ্বের বিখ্যাত হলিডে ব্র্যান্ডগুলোর অন্যতম৷
ব্যবসায়িক মন্দার মধ্যে চলতি বছরের আগস্টে বৃহত্তম শেয়ারহোল্ডার চীনা সংস্থা ফোসুনের নেতৃত্বে ৯০ কোটি পাউন্ডের একটি পুনরুদ্ধার তহবিল জোগাড়ে সমর্থ হয়েছিল টমাস কুক৷ কিন্তু কোম্পানিটির ঋণদাতা ব্যাংকগুলোর তরফ থেকে জরুরি তহবিল হিসেবে আরো ২০ কোটি ডলার বাড়ানোর দাবি তোলায় ওই বিনিয়োগ চুক্তি সংশয়ের মধ্যে পড়ে৷
টমাস কুকের দেউলিয়া হওয়ার খবরে হতাশা প্রকাশ করে ফোসুন এক বিবৃতিতে বলেছে, চুক্তির পুরো প্রক্রিয়ায় তাদের অবস্থান অপরিবর্তিত থাকলেও দুর্ভাগ্যক্রমে অন্যান্য বিষয়গুলোও পরিবর্তিত রয়েছে৷ এই পরিণতির কারণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি অত্যন্ত গভীর সমবেদনা জানাই৷
টমাস কুক রোববার বাড়তি তহবিল জোগাড়ের মাধ্যমে চুক্তি টিকিয়ে রাখতে ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও কোনো লাভ হয়নি৷ কোম্পানিটি সরকারের কাছেও আর্থিক সহায়তা চেয়েছিল, যার জন্য শ্রমিক সংগঠনগুলিও সুপারিশ করেছিল৷
টমাস কুকের কার্যক্রম বন্ধ হলেও বিদেশে গ্রাহকদের হোটেল খরচসহ প্যাকেজভুক্ত যাবতীয় ব্যয় মেটানো হবে বলে সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে সরকার৷ পর্যটন শিল্পের দেওয়া করের টাকায় গঠিত একটি বিশেষ তহবিল (এয়ার ট্র্যাভেল ট্রাস্ট ফান্ড ও এয়ার ট্র্যাভেল অর্গানাইজার্স লাইসেন্স স্কিম- অ্যাটল) থেকে এ ব্যয় বহন করা হবে৷
এসআই/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি, এপি)