1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশের বিভিন্ন স্থানে স্থাপনা ও যানবাহনে আগুন, সংঘর্ষ

৬ জানুয়ারি ২০২৪

চারটি ভোটকেন্দ্র সহ অন্তত পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

https://p.dw.com/p/4avHY
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছেছবি: Habibur Rahman/Zuma/picture alliance

আগামীকাল বাংলাদেশে সাধারণ সংসদ নির্বাচন। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে' ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে তারা।

গাজীপুরের একটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজধানী ঢাকার উপকণ্ঠে সন্দেহভাজন অপরাধীদের খোঁজ করছে পুলিশ। তাদের ধারণা, নির্বাচন পণ্ড করতে মাঝরাতে স্কুলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। 

গাজীপুর থানার ওসি কাজী শফিকুল আলম বলেন,  "আমরা আরো কড়াভাবে নজরদারি করছিষ এবং উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা আটকাতে হবে।” এদিকে, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জুনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

বিএনপি ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে' ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে, যার আজ প্রথম দিন। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও এ হরতাল চলবে।

ঢাকায় অক্টোবরের শেষ থেকে এখনো পর্যন্ত সহিংসতার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

ঢাকার পরিস্থিতি কেমন

শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল বলে বাংলাদেশের দৈনিক ডেইলি স্টার জানিয়েছে।

অন্যান্য এলাকার পরিস্থিতি

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে রয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।

সুনামগঞ্জে একটি ভোটকেন্দ্রে ও ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার ভোররাতে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারী দগ্ধ হয়েছেন।

এ ছাড়া শনিবার ভোরে শেরপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নাশকতার ঘটনা কি না তা তদন্ত করছে পুলিশ।

পটুয়াখালী শহরের একটি ভোটকেন্দ্রের এক কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার সকালে শহরের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার তিনটি ভোটকেন্দ্র ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবারই দিনগত রাত দুটোয় কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গিয়েছে মন্দিরের কাঠের সিঁড়ি। যদিও আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গাবতলীতে গুলি, বিএনপি-পুলিশ সংঘর্ষ

বগুড়ার গাবতলী উপজেলায় নির্বাচনবিরোধী মশালমিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের লাঠিপেটার পাশাপাশি তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। শুক্রবার রাতে গাবতলী সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে 'ভাঙচুর'

বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা কেমন

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা মহানগরের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, নাশকতা রুখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিশন প্রস্তুত আছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'প্রতি তিনটি ভোটকেন্দ্রের জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশের ছয়জন করে মোবাইল টিম থাকবে। এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে প্রতি সাতটি বা আটটি কেন্দ্রে। ইতোমধ্যে বিজিবি মুভমেন্ট শুরু হয়েছে। আমাদের প্রতিটি সংসদীয় আসনের জন্য ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আরকেসি/এপিবি (প্রথম আলো, দ্য ডেইলি স্টার)