দোরগোড়ায় আলোচিত নির্বাচন
একদিকে সফল করার ডাক, অন্যদিকে বর্জনের৷ বহুল আলোচিত এক নির্বাচনের সামনে শঙ্কা নিয়ে অপেক্ষায় বাংলাদেশ৷ ছবিঘরে থাকছে নির্বাচনপূর্ব প্রস্তুতি ও প্রচারের বিপরীতমুখী সেসব চিত্র৷
নির্বাচনি কাজে ব্যস্ততা
যত সমালোচনাই থাকুক নির্বাচনের আয়োজন সফলভাবে শেষ করতে ব্যস্ত নির্বাচন কমিশন৷ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কাজের বহর বাড়ছে এর কর্মকর্তাদের৷ গণমাধ্যমের দায়িত্বে থাকা একজনকে দেখা যাচ্ছে সাংবাদিকদের জন্য নির্বাচনের দিন দায়িত্ব পালনের কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করতে৷
র্যাবের সতর্ক পাহারা
নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব৷ সহিংসতা রোধে সারাদেশেই ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাহিনীটি৷ তাদের তথ্য অনুযায়ী, সদর দপ্তরে ১৫টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে৷ স্থাপন করা হয়েছে ২৫টি অস্থায়ী ক্যাম্প৷ এছাড়া ৭০০টির বেশি টহল দল আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে৷
নির্বাচন ভবনে ব্যারিকেড
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের তিন দিক ব্যারিকেড দিয়ে বন্ধ রেখে একদিক খোলা রাখা হয়েছে৷ সতর্কতার সঙ্গে সেখানে যানবাহন যেতে দেওয়া হচ্ছে৷ আগে কখনও নির্বাচন কমিশন ভবনে যাওয়ার রাস্তা এভাবে বন্ধ করা হয়নি৷ এবার বিরোধীদের নির্বাচন বর্জন আন্দোলনের কারণেই এই ব্যবস্থা নেওয়া হলো৷
আছে এপিসি-জলকামানও
এখানেই শেষ নয় নির্বাচন কমিশন ভবনের সামনে রাখা হয়েছে পুলিশের রায়ট কার এপিসি৷ সঙ্গে আছে জলকামানও৷ চারদিকে যখন ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে তখন কেন এপিসি-জলকামান আনার কারণ জানতে চাইলে এক পুলিশ কর্মকর্তা জানান, কেউ যাতে ভবন পর্যন্ত চলে আসেতে না পারে সে কারণে নিরাপত্তার প্রস্তুতি হিসেবে এগুলো রাখা হয়েছে৷
ফলাফল প্রচারে অস্থায়ী ক্যাম্প
নির্বাচন কমিশনের পাশের রাস্তায় তাবু টাঙিয়ে অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে। ভোটের দিন ফলাফল জানানো হবে এই ক্যাম্প থেকে৷ ক্যাম্পের মধ্যে গণমাধ্যমগুলোর জন্য তৈরি করা হয়েছে ছোট ছোট স্টল৷ সেখান থেকে গণমাধ্যমের প্রতিনিধিরা ভোটের ফলাফল প্রচার করতে পারবেন৷
সেনাবাহিনীর কার্যক্রম
নির্বাচনে বেসামরিক বাহিনীকে সহায়তা দিতে ৬২টি জেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী৷ সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে বৃহস্পতিবার যশোরে যান সেনাপ্রধান৷ সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি৷
হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম
বৃহস্পতিবার থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন৷ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনের ব্যালট বাক্স ও সংশ্লিষ্ট ব্যাক্তিদের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার ভোটকেন্দ্রে পাঠানো হয়৷ নির্বাচনের কাজে এমন সহযোগিতার জন্য প্রস্তুত রাখা রয়েছে বিমানবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার।
ভোটার স্লিপ সংগ্রহ
প্রার্থীদের পক্ষে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে৷ অনেক ভোটার আবার নিজের আগ্রহেই নিজের ভোটকেন্দ্র জানতে স্লিপ সংগ্রহে প্রার্থীর অফিসে হাজির হচ্ছেন৷ বৃহস্পতিবার দেখা গেল, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীর অফিসে ভোটার স্লিপ নিতে হাজির হয়েছেন দুই নারী ভোটার৷
আইন মানেননি আইন-শৃঙ্খলার মন্ত্রী!
এবার নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ নিয়ম না মেনে ইচ্ছামত পোস্টার লাগিয়ে প্রচার চালিয়েছেন তারা৷ নিষিদ্ধ হলেও যান চলাচলের পথ বন্ধ করে শোভাযাত্রা করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে কারওয়ান বাজারে দেয়ালে লাগানো হয়েছে পোস্টার৷ এমনকি গাড়িতে চড়ে সড়কে নির্বাচনি র্যালিতেও অংশ নিতে দেখা গেছে তাকে৷
ভুভুজেলার উৎপাত
টুপি পরে হাতে ভুভুজেলা নিয়ে পছন্দের প্রার্থীর পক্ষের মিছিল সমাবেশ চলেছে দেশজুড়ে৷ তবে এই ধরনের প্রচারণায় বিরক্ত হয়েছেন সাধারণ মানুষ৷ বিশেষ করে রাজধানীতে যানজটের নগরীতে সড়ক বন্ধ করে মিছিল আর ভুভুজেলার শব্দদূষণে ভোগান্তিতে পোহাতে হয়েছে তাদের৷
ভোটবিরোধী প্রচার
ভোটারদের কেন্দ্রে আনতে শেষ মুহূর্তে ক্ষমতাসীনেরা বাড়তি তৎপরতা চালাচ্ছেন এবার৷ কারণ তারা যাতে ভোট দিতে না যান সেজন্য মাঠে চলছে বিরোধীদের প্রচার৷ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কয়েকজন ভোট দিতে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করেন৷ তাদের দাবি ভোট না দিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন৷