‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীরা
৭ মে ২০১৪দ্য বব্স-এর দশম আয়োজনে জুরি অ্যাওয়ার্ড জয় করলো ছয়টি অনলাইন প্রকল্প৷
বিচারকদের আলোচনা শুধু বদ্ধ ঘরেই সীমাবদ্ধ ছিল না৷ #thebobs14 হ্যাশট্যাগের মাধ্যমে সেই আলোচনার রেশ ছড়াচ্ছিল বাইরেও৷ ৪ এবং ৫ই মে বার্লিনের ডয়চে ভেলের কার্যালয়ে জুরিমণ্ডলীর ঐ বৈঠকে ছয়টি ক্যাটেগরিতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়৷ চলুন দেখা যাক তিন হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে শেষ পর্যন্ত দ্য বব্স জুরি অ্যাওয়ার্ড জয় করলেন কারা৷
বেস্ট ব্লগ
মিশরের আলোকচিত্রী মুসা'আব এলসামি-র ব্লগকে এ বছর সেরা ব্লগ হিসেবে নির্বাচিত করেছেন দ্য বব্স-এর বিচারকরা৷ চলতি ঘটনাবলীর পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক ইস্যুতে ফটোস্টোরি করেন তিনি৷ মিশরের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী ঘটনাবলী নিয়ে তাঁর অনুসন্ধানী পোস্ট বিশেষ সাড়া জাগায়৷ দ্য বব্স-এর জুরিমণ্ডলী মনে করেন, অত্যন্ত সাহসিকতার সঙ্গে মিশরের বিপ্লবের ছবি গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন এলসামি৷ ২০১৩ সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ১০টি ছবির একটি ছিল এলসামি-র তোলা৷ এছাড়া ২০১২ সালের গাজা যুদ্ধ কভার করেও খ্যাতি অর্জন করেন মুসা৷
সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম
চলতি বছর ‘ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন' ওয়েবসাইটটি দ্য বব্স-এর ‘সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম' অ্যাওয়ার্ড জয় করেছে৷ ইনফোগ্রাফিকভিত্তিক সাইটটি মূলত ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিদিনকার জীবনের ঘটনাবলী তুলে ধরছে৷ জাতিসংঘ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইনফোগ্রাফিকটি আপডেট করা হয়৷ ২০১১ সালে তৈরি সাইটটির নির্মাতা মূলত রামাল্লা এবং বৈরুতে অবস্থান করছেন৷ মূলধারার গণমাধ্যম মাঝেমাঝেই সাইটটি থেকে তথ্য নিয়ে প্রকাশ করে৷ দ্য বব্স-এর ইংরেজি ভাষার জুরি জর্জিয়া পপেলওয়েল এই প্রসঙ্গে বলেন, ‘‘ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন ওয়েবসাইটটি একটি অত্যন্ত জটিল এবং আবেগপূর্ণ সংঘাতকে সহজভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে৷''
সেরা সৃজনশীল এবং মৌলিক
চীনের একজন ভাষাশিল্পী জুরি অ্যাওয়ার্ড জয় করেছেন এই বিভাগে৷ নিরাপত্তার কারণে নিজের পরিচয় গোপন রাখা এই শিল্পী চীনের সামাজিক যোগাযোগ সাইট উইবোতে কখনো কয়েকটি কখনো বা মাত্র একটি চীনা বর্ণ ব্যবহার করে দিনের সবচেয়ে আলোচিত বিষয় সম্পর্কে মানুষকে জানান৷ একটি বর্ণ ব্যবহার করে তথ্য জানানোটি চীনা ভাষায় সহজ, কেননা একেকটি চীনা বর্ণের কয়েকটি অংশ থাকে যেগুলো আলাদা আলাদা অর্থ বহন করে৷ সৃজনশীল উপায়ে তথ্য প্রকাশের এই উদ্যোগ চীনের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে৷ এই প্রসঙ্গে চীনা ভাষার জুরি টিয়ানচি মার্টিন-লিয়াও বলেন, ‘‘উইকোম্বো সৃজনশীল উপায়ে চীনের সেন্সরশিপ মোকাবিলা করেছে৷ শুধু রাজনৈতিক নয়, মজার অনেক তথ্যও এভাবে প্রকাশ করা হয় যা উইকোম্বোর অনুসারীদের আনন্দের খোরাক হয়৷''
গ্লোবাল মিডিয়া ফোরাম
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় হিন্দি ভাষা যোগ করা হয় ২০১৩ সালে৷ অংশগ্রহণের দ্বিতীয় বছরের একটি হিন্দি অনলাইন প্রকল্প জয় করেছে জুরি অ্যাওয়ার্ড৷ গ্লোবাল মিডিয়া ফোরাম ক্যাটেগরিতে এই সম্মাননা জয় করেছে ‘খবর লহরিয়া' ৷ শুধুমাত্র নারী সাংবাদিকরা এই সাপ্তাহিক পত্রিকাটিতে কাজ করেন৷ অর্থাৎ নারীরাই লেখেন, নারীরাই সম্পাদনা করেন এবং নারীরাই এটি বাজারজাত করেন৷ ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ করে পত্রিকাটিতে প্রকাশ করা হয়, বিশেষ করে সেসব সংবাদ যা মূলধারার গণমাধ্যমের নজর এড়িয়ে গেছে৷ হিন্দি ভাষার জুরি রোহিনী লক্ষণে মনে করেন, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের গুরুত্ব এবং মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়ার এক চমৎকার উদাহরণ ‘খবর লহরিয়া'৷
সেরা উদ্ভাবন
দ্য বব্স প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ করার পর থেকেই নিয়মিত সাফল্য ধরে রেখেছেন বাংলা ব্লগাররা৷ টানা তৃতীয়বারের মতো এ বছর ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে একটি বাংলা অনলাইন উদ্যোগ৷ সেরা উদ্ভাবন বিভাগে এই সম্মাননা জয় করেছে বাংলাব্রেইল প্রকল্প ৷ এই অনলাইন প্রকল্পের মাধ্যমে অন্ধ শিক্ষার্থীদের জন্য ব্রেইল এবং অডিও টেক্সট বই তৈরি করা হচ্ছে৷ বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ অন্ধ এবং তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি৷ বাংলা জুরি শহিদুল আলম মনে করেন, বাংলা ব্রেইল অনেক শিক্ষার্থীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে৷ এই উদ্যোগ এমন একটি সমস্যা সমাধানের চেষ্টা করছে, যা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উপেক্ষা করেছে৷
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স
ইউক্রেনের ‘ইয়ানুকভিচ লিকস' ওয়েবসাইটটি এ বছর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে দ্য বব্স ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে৷ চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি একদল সাঁতারু সাবেক ইউক্রেন প্রেসিডেন্টের বাড়ির পাশের একটি লেকে ২০০ ফোল্ডার তথ্যের সন্ধান পান৷ বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট আবাসস্থলের কমাউন্ড থেকে পালানোর সময় হয়ত সেগুলো নষ্ট করতে লেকে ফেলে দিয়েছিল কেউ৷ একদল ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট সেগুলো উদ্ধার করেন, পরে সেগুলো সিস্টেমাইজ এবং বিশ্লেষণ করে সাবেক প্রেসিডেন্টের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ জানতে পারেন৷
উল্লেখ্য, ইন্টারনেটে বাক স্বাধীনতা এবং তথ্য অবাধ প্রবাহকে উৎসাহিত করতে ২০০৪ সালে শুরু হয় ‘দ্য বব্স' প্রতিযোগিতা৷ বর্তমানে বিশ্বের ১৪টি ভাষার অনলাইন উদ্যোগ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷ দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী ৩০শে জুন থেকে ২রা জুলাই পর্যন্ত জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল মিডিয়া ফোরাম' সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাবে৷ সম্মেলনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷