1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধনী ও ক্ষমতাবানদের গোপন তথ্য

৪ এপ্রিল ২০১৬

বিশ্বের অনেক নেতা, অভিনেতা, খেলোয়াড় ও ব্যবসায়ীর কর ফাঁকির তথ্য ফাঁস হয়েছে৷ ৪০ বছরের ই-মেল, আর্থিক লেনদেনের রেকর্ড এবং পাসপোর্টের তথ্য ঘেঁটে আর্থিক দুর্নীতির তথ্য ফাঁস করেছে বিশ্বের একশ'টিরও বেশি মিডিয়া গ্রুপ৷

https://p.dw.com/p/1IOvW
মোসাক ফনসেকা-র ভবন
ছবি: picture alliance/AP Photo/A. Franco

প্রায় এক বছর ১ কোটি ১৫ লাখ দলিল-দস্তাবেজ খুঁটিয়ে দেখে বিশ্বখ্যাতদের অর্থ কেলেঙ্কারির এই তথ্য ফাঁস করা হয়৷ জার্মানির ‘স্যুডডয়চে সাইটুং' পত্রিকাকে অজ্ঞাতনামা এক ব্যক্তি পানামার আইনি সংস্থা মোসাক ফনসেকা-র বিশ্বখ্যাত ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন৷ ১৯৭৭ সাল থেকে গত ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪০ বছরের তথ্য রয়েছে সেখানে৷ তথ্যগুলি পাওয়ার পরই শুরু হয় তদন্ত৷ বিশ্বের ৭৬টি দেশের একশ'রও বেশি মিডিয়া গ্রুপের সাড়ে তিনশ'রও বেশি সাংবাদিক এই তদন্তে অংশ নিয়েছেন বলে জানা গেছে৷

পানামার মোসাক ফনসেকা নামের আইনি সংস্থার কাগজপত্র থেকে গোপন তথ্যগুলো বেরিয়ে এসেছে বলে সংবাদমাধ্যম চাঞ্চল্যকর এই তথ্যসম্ভারের নাম দিয়েছে, ‘পানামা পেপার্স'৷ গোপন এই তথ্যসম্ভার থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হলো, বিশ্বের খ্যাতিমান অনেকেই কর ফাঁকি দিতে বিদেশি আয়ের উৎস দেখান৷

‘স্যুডডয়চে সাইটুং' পত্রিকার হয়ে ‘পানামা পেপার্স' নিয়ে কাজ করেছেন জর্জ মাসকোলো৷ রবিবার জার্মানির এক টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, তথ্যানুসন্ধান থেকে যেসব তথ্য বেরিয়ে এসেছে তা এক কথায় অভূতপূর্ব, কেননা, আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমানদের আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত এত তথ্য আগে কখনো এভাবে বেরিয়ে আসেনি৷

তথ্যানুসন্ধানে অন্তত ১২ জন রাষ্ট্রনায়কের কর ফাঁকি দিতে বিদেশি আয়ের উৎস দেখানোর কৌশল অবলম্বন করার প্রমাণ পাওয়া গেছে৷ আর্জেন্টিনা, জর্জিয়া, আইসল্যান্ড, ইরাক, জর্ডান, কাতার, সৌদি আরব, সুদান, সংযুক্ত আরব আমিরাত এবং ইউক্রেনসহ আরো কয়েকটি দেশের ১৪৩ জন রাজনীতিবিদ এবং তাদের আত্মীয়দের নাম এসেছে ঐ তালিকায়৷

রাষ্ট্রনেতাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ইরাকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আয়াদ আলাওয়ি, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড৷ এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের এক বাল্যবন্ধু এবং মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের ছেলে আলা মুবারকের নামও আছে তালিকায়৷

রাজনীতির বাইরের বিশিষ্ট ব্যক্তিদের নামও বাদ যায়নি৷ বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি, ভারতের অভিনেতা অমিতাভ বচ্চন, তাঁর পুত্রবধু এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকেও সন্দেহের আঙুল তুলেছে ‘পানামা পেপার্স'৷

ধারণা করা হয়ে থাকে, বিশিষ্ট জনেরা কর ফাঁকি দেয়ার জন্য যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক দেখিয়েছেন, সেসব প্রতিষ্ঠানের অর্থের বড় একটা অংশ গেছে মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় খাতে৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান