1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ ও হত্যার পর আসামি খুঁজছে পুলিশ!

২৯ মার্চ ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কিশোরী বিউটি আক্তারকে প্রথমে যৌন হয়রানি, সেই অভিযোগ করায় তাকে তুলে নিয়ে ধর্ষণ৷ ধর্ষণের অভিযোগ করায় সর্বশেষ তাকে  হত্যা করা হয়৷ তাই প্রশ্ন উঠেছে এমন দুর্বৃত্তকেও কেন আগেই গ্রেপ্তার করেনি পুলিশ?

https://p.dw.com/p/2vCpH
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

আর এই প্রশ্নের জবাবে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এখন ওই কিশোরীর ওপরই দায় চাপানোর চেষ্টা করছেন৷ তিনি দাবি করছেন, ‘‘এর আগে ওই কিশোরী বাবুল মিয়ার ঘরে স্বেচ্ছায় চলে গিয়েছিল৷ এখন যেহেতু হত্যা হয়েই গেছে তাই আমরা বাবুলকে গ্রেপ্তারের চেষ্টা করছি৷''

নিহত বিউটি আর অভিযুক্ত বাবুল মিয়া শায়েস্তাগঞ্জের একই গ্রাম ব্রাহ্মনডোড়ার বাসিন্দা৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাবুল মিয়া ও তার সহযোগীরা আগে থেকেই তাকে যৌন হয়রানি করে আসছিল৷

ওই মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক ছিল: ওসি আনিসুর রহমান

এ কারণে স্কুল ছেড়ে বিউটি একটি কোম্পানিতে চাকরি নেয়৷ তারপরও সে রেহাই পায়নি৷ যৌন হয়রানির অভিযোগ করলে গত ২১ জানুয়ারি বিউটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাবুল ও তার সহযোগীরা৷ এরপর অজ্ঞাত স্থানে এক মাস আটকে রেখে বিউটিকে ধর্ষণ করে বাবুল৷ পরে গত ২১ ফেব্রুয়ারি কৌশলে বিউটিকে তার বাড়িতে রেখে বাবুল পালিয়ে যায়৷ এরপর ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা ইউপি সদস্য কলম চানকে আসামি করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন৷ ৪ মার্চ আদালত শায়েস্তাগঞ্জ থানাকে এ মামলার আসামিদের গ্রেফতারের নির্দেশ দেয়৷

বিউটির নিরাপত্তার কথা ভেবে গত ১৬ মার্চ  তার বাবা সায়েদ আলী বিউটিকে তার নানার বাড়ি লাখাই উপজেলার গুনিপুর গ্রামে পাঠিয়ে দেন৷ ওই দিন রাতেই  নানা বাড়ি থেকে আবার বিউটিকে তুলে নিয়ে যায় বাবুল৷

আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই: বিউটির মা

পরদিন ১৭ মার্চ সকালে হাওরে বিউটির লাশ পাওয়া যায়৷ ধর্ষণের পর হত্যা করা হয় তাকে৷  লাশ উদ্ধারের পরদিন শায়েস্তাগঞ্জ থানায় বাবুলসহ দু'জনের নাম উল্লেখ করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করা হয়৷ মামলা দায়েরের পর পুলিশ বাবুলের মা কলমচান ও ঈসমাইল নামে এক যুবককে গ্রেপ্তার করে৷ কিন্তু মূল আসামি বাবুল মিয়া এখনো গ্রেপ্তার হয়নি৷

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘ওই মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক ছিল৷ ২১ জানুয়ারি মেয়েটি বাবুলের সঙ্গে চলে যায়৷ ১৮ দিন ঘর-সংসার করার পর মেয়েকে তার মা-বাবা নিয়ে আসে৷ এরপর তারা থানায় আসেনি৷ গ্রামে কোনো সমাধান পায়নি৷ তারপর ৪ মার্চ তারা মামলা করে৷

মামলার পর আমরা সময় পেয়েছি ১২ দিন৷ আমরা এরমধ্যে আসামি ধরার চেষ্টা করেছি৷ মেয়ের মেডিক্যাল করিয়েছি৷ মেয়েটি আদালতে জবানবন্দি দিয়েছে যে, স্বেচ্ছায় চলে গিয়েছিল৷ এরপর ১৬ মার্চ  অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে৷ এখন যেহেতু হত্যা হয়েই গেছে এখনতো আমরা আসামি ধরার চেষ্টা করছি৷''

বাবুল অনেক বড় সন্ত্রাসী, তার টাকা আছে, তাই তাকে পুলিশ ধরতে পারেনি: বিউটির বাবা

হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি৷ পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তে অবহেলার কোনো প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷’’

এদিকে ওই কিশোরীর মা হোসনে আরা ডয়চে ভেলেকে বলেম, ‘‘আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই৷'' আর বিউটির সায়েদ আলী বলেন, ‘‘১৬ মার্চ বিউটিকে তুলে নেয়ার পরই আমরা পুলিশকে জানিয়েছি৷ পুলিশ পরের দিন লাশ উদ্ধার করেছে৷ কিন্তু বাবুলকে পায় নাই৷ বাবুল অনেক বড় সন্ত্রাসী৷ তার টাকা আছে৷  মদ-গাঞ্জা খায়৷’’

মানবাধিকার কর্মী এবং  আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা মানবাধিকারের চরম লঙ্ঘন৷

হবিগঞ্জের ঘটনায় স্পষ্ট যে পুলিশ প্রতিকার প্রার্থীর জন্য কাজ করেনি: সুলতানা কামাল

একজন মানুষ একটি  অপরাধের শিকার হলো৷ সে রাষ্ট্রের কাছে প্রতিকার চাইলো৷ রাষ্ট্র তো প্রতিকার দিলোই না, নিশ্চয়ই অপরাধীর জন্য এমন পরিবেশ তৈরি ছিল যে সে আরেকটি অপরাধ করলো৷ অভিযোগকারীকে হত্যা করলো৷ রাষ্ট্র একজন অপরাধীকে নিরস্ত্র করতে পারলো না৷ তাহলে রাষ্ট্রের পুলিশ, আইন-শৃঙ্খলা ব্যবস্থা , বিচার ব্যবস্থা কিসের জন্য? অপরাধীদেরর রক্ষার জন্য?''

তিনি আরো বলেন, ‘‘হবিগঞ্জের ঘটনায় স্পষ্ট যে, পুলিশ প্রতিকার প্রার্থীর জন্য কাজ করেনি৷ তাদের রক্ষক হয়নি৷ তারা ধর্ষকের সহযোগী কিনা তা এখন তদন্ত করে দেখা প্রয়োজন৷’’

বাংলাদেশে  বার বার ধর্ষকদের ঔদ্ধত্য বা ক্ষমতার প্রকাশ দেখা গেছে৷ ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টেরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ এবং হত্যা করা হয়৷ কিন্তু দুই বছরেও এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়নি৷

ব্যক্তিগত সম্পর্ক, যোগাযোগ বা বিশেষ ব্যবস্থা ছাড়া কেউ সুরক্ষা পাননা: ড. মিজানুর রহমান

রাঙামাটির বিলাইছড়িতে ২১ জানুয়ারি রাতে দুই মারমা সহোদরা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন৷ অভিযোগ ‘আর্মির পোশাক পরা’ লোকজন ঘটনাটি ঘটিয়েছে৷ কিন্ত ওই ঘটনায় মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি এখনো৷

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘হবিগঞ্জে যা ঘটেছে তাতে প্রমাণ হয় ন্যূনতম জবাবদিহিতা নেই৷ থাকলে এরকম হতে পারতো না৷ নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার কোনো জায়গা নেই৷ বিচারহীনতা চরম আকার ধারণ করেছে৷ ব্যক্তিগত সম্পর্ক , যোগাযোগ বা বিশেষ ব্যবস্থা ছাড়া কেউ সুরক্ষা পান না৷''