জার্মান সংসদের প্রথম অধিবেশন
২৪ অক্টোবর ২০১৭প্রদত্ত ও বিধিসম্মত ৭০৪টি ভোটের মধ্যে শয়েবলে পেয়েছেন ৫০১টি ভোট ৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল প্রথমে শয়েবলে-কে অভিনন্দন জানান৷
সংসদ সভাপতি হিসেবে তাঁর প্রথম ভাষণে শয়েবলে এই পদে তাঁর পূর্বসুরী নরব্যার্ট লাম্যার্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ লাম্যার্ট ২০০৫ সাল থেকে ২০১৭ সাল অবধি সংসদ সভাপতি ছিলেন৷
‘‘গণতন্ত্রের হৃদস্পন্দন হলো এই সংসদ,'' শয়েবলে তাঁর ভাষণে বলেন ও ঘোষণা করেন, ‘‘আমি মনে-প্রাণে একজন সাংসদ৷''
বিতর্ক ও বিরোধ সংসদীয় গণতন্ত্রের বুনিয়াদি সংস্কৃতির অঙ্গ হলেও, ন্যায়সম্মত ব্যবহার ও পারস্পরিক শ্রদ্ধাকে বাদ দেওয়া চলবে না বলে শয়েবলে মনে করেন৷ বিগত কয়েক মাসে যে ধরণের বিদ্বেষ ও অবমাননা সূচক মন্তব্য শোনা গেছে, সভ্য বিতর্কে তার কোনো স্থান নেই বলে শয়েবলে ঘোষণা করেন৷ ‘‘আমাদের এখানে মারামারি করলে চলবে না৷''
দক্ষিণপন্থি-জাতীয়তাবাদি এএফডি দল সংসদে আসন গ্রহণ করা সত্ত্বেও শয়েবলে সাংসদদের পরস্পরের সঙ্গে গণতান্ত্রিক আদানপ্রদানে ধৈর্য না হারাবার আবেদন জানান৷ তবে তিনি জানেন যে, উত্তেজনা ও বৈরিভাব অতীতেও এসেছে ও গেছে; কাজেই আগামীতে সংসদে যে ধরণের বিতর্কের অবতারণা ঘটবে, সে বিষয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানিয়েছেন৷
প্রবীণতম সাংসদ নিয়ে বিতর্ক
নতুন বুন্ডেস্টাগের ‘আল্টার্সপ্রেসিডেন্ট' বা ‘বয়োজ্যেষ্ঠ সভাপতি' হবার কথা বস্তুত ৭৭ বছর বয়সি ভিলহেল্ম ফন গটব্যার্গ-এর, যিনি এএফডি দলের সাংসদ৷ কিন্তু এ বছরের সূচনায় নিয়ম বদলে বয়সের পরিবর্তে সংসদীয় অভিজ্ঞতার ভিত্তিতে ‘আল্টার্সপ্রেসিডেন্ট' মনোনয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এক্ষেত্রেও বস্তুত শয়েবলের ‘বয়োজ্যেষ্ঠ সভাপতি' হবার কথা ও অধিবেশন উদ্বোধন করার কথা৷ কিন্তু যেহেতু আগে থেকেই স্থির করা ছিল যে, শয়েবলে সংসদ সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, সেহেতু এফডিপি দলের ৭৬ বছর বয়সি সাংসদ অটো সল্মস নতুন সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের দায়িত্ব পান৷
সল্মস তাঁর ভাষণে নির্বাচনি আইনের সংস্কার দাবি করে বলেন, ‘‘সংসদের এই অতিকায় আয়তন নাগরিকদের দৃষ্টিতে তার কর্মক্ষমতা ও ভাবমূর্তির হানি ঘটায়৷'' বর্তমান সংসদের সদস্যসংখ্যা ৭০৯, যা শুধু জার্মানিতেই নয়, বরং পশ্চিমা বিশ্বের অপরাপর সংসদের সঙ্গে তুলনাতেও একটা রেকর্ড৷ এছাড়া সংসদে উপস্থিত দলগুলির সংখ্যা চার থেকে বেড়ে ছয় হয়েছে৷
বিরোধীদলের ভূমিকায় এসপিডি
সামাজিক গণতন্ত্রী দল আগামীতে সংসদে মুখ্য বিরোধীদলের ভূমিকা নেবে৷ মঙ্গলবারের প্রথম অধিবেশনেই এসপিডি দল একটি প্রস্তাব আনে যে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কমপক্ষে বছরে চার বার সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন৷ ‘‘বুন্ডেস্টাগকে আবার রাজনৈতিক বিরোধ ও বিতর্কের প্রধান মঞ্চ করে তুলতে হবে,'' বলেন সংসদে এসপিডি দলের পার্টি হুইপ কার্স্টেন শ্নাইডার – এফডিপি দলের পার্টি হুইপমার্কো বুশমান যাকে ‘‘লোক-দেখানো ফাঁকা চমক'' বলে অভিহিত করেন৷
এসি/এসিবি (ডিপিএ, এএফডি, রয়টার্স)