‘বাঙালি আইএস জঙ্গি’
৭ জানুয়ারি ২০১৬এক অভিযানে ‘প্রথম' জিহাদি জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছিল৷ ব্রিটিশ এই তরুণ তথাকথিত ইসলামিক স্টেট-এর নৃশংসতার প্রতিক হয়ে উঠেছিল৷ এবার আর এক ব্রিটিশ আইএস গোষ্ঠীর জঙ্গির মূল পরিচয় নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে৷
মুখোশ পরা সেই ব্যক্তি এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে হুমকি দিয়েছে৷ সেই ব্যক্তির সঙ্গে আবু রুমায়েশ-এর অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে৷ ব্রিটেনে জন্মের সময় তার নাম ছিল সিদ্ধার্থ ধর৷ ধর্মান্তরিত হবার পর সে আল মুহাজিরুন নামের এক কট্টরপন্থি গোষ্ঠীর অন্যতম প্রধান প্রতিনিধি হয়ে পড়ে৷ তার বোন কণিকা ধর এখনো পুরোপুরি নিশ্চিত নন, যে নতুন জিহাদি জন সত্যি তার ভাই কিনা৷
প্রথম অথবা দ্বিতীয় ‘জিহাদি জন'-এর জীবনকাহিনি মোটেই বিচ্ছিন্ন নয়৷ ইউরোপে জন্মগ্রহণ করে, মুক্ত ও উদার সমাজে বড় হওয়া সত্ত্বেও অনেক তরুণ-তরুণী আইএস-এর ভাবধারার প্রতি আকৃষ্ট হচ্ছে৷ আইএস তাদের লুফে নিয়ে নানাভাবে কাজে লাগাচ্ছে৷
ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারকে ফ্রান্সের অন্যতম রাষ্ট্রবিজ্ঞানী অলিভিয়ে রোয়া তরুণ প্রজন্মের মধ্যে এমন প্রবণতার বিশ্লেষণ করেছেন৷ তাঁর মতে, তরুণদের একাংশের বিদ্রোহী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে জিহাদি মনোভাবের মাধ্যমে৷ যেমনভাবে তিন দশক আগে চরম বামপন্থি ভাবধারা ইউরোপে তরুণদের আকৃষ্ট করতো৷ এছাড়া বিদেশি বংশোদ্ভূত বাবা-মায়ের সংস্কৃতির সঙ্গে অনেকে ইউরোপের মূল স্রোতের সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে পারছে না৷ গোটা বিষয়টির উপর বিস্তারিতভাবে আলোকপাত করেছেন অলিভিয়ে রোয়া৷
এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)
আপনি কি নতুন এই জিহাদি জন সম্পর্কে আরো তথ্য জানেন? তাহলে জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷