টুইটারে বেশ সক্রিয় আইএস
৯ মার্চ ২০১৫এমএডি-র প্রেসিডেন্ট ক্রিস্টফ গ্রাম রবিবার জার্মান এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা পরিষ্কার, প্যারিসের শার্লি এব্দো ম্যাগাজিনের কার্যালয়ে যারা হামলা চালিয়েছিল তাদের সামরিক প্রশিক্ষণ ছিল৷''
এদিকে লন্ডন ভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ দ্য ব়্যাডিকালাইজেশন' জানুয়ারির শেষ সপ্তাহে জানিয়েছিল যে, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দেয়া বিদেশি যোদ্ধার সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে৷ এদের প্রায় এক পঞ্চমাংশ গেছে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ থেকে৷ জার্মানি থেকে প্রায় ৬০০ জন ইসলামিক স্টেটে যোগ দিয়েছে বলে সংস্থার হিসেবে জানা গেছে৷
বিদেশিরা সিরিয়া ও ইরাকে যেতে বিমান, নৌ ও সড়ক পথ বেছে নিচ্ছে৷ মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস' এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে৷
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বলেছেন, ইসলামিক স্টেট অনলাইনের সাহায্যে তাঁর দেশের অনেক তরুণকে বিপথগামী করে তুলছে৷ বিষয়টি প্রতিহত করতে সরকার শিগগিরই একটি ‘বড় কর্মসূচি' চালু করবে বলে তিনি ঘোষণা দেন৷
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউট বলছে, নিজেদের বিবৃতি প্রচার ও নতুন সদস্য সংগ্রহ করতে বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে টুইটার ব্যবহার করছে ইসলামিক স্টেট৷ সংস্থার এক জরিপে জানা গেছে, কমপক্ষে ৪৬ হাজার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে এ কাজ করছে আইএস৷ তবে সংখ্যাটা ৯০ হাজারও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ