1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরশাদের ‘নাটক’

৩ ডিসেম্বর ২০১৩

নির্বাচনকে সামনে রেখে সহিংসতা এবং নাটকীয়তা চলছেই৷ মনোনয়নপত্র জমা দেয়ার পরের দিনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ৷ তাঁর এই সিদ্ধান্তে এক ব্লগার খুঁজে পেয়েছেন ‘ব্যাপক বিনোদন৷'

https://p.dw.com/p/1ASN7
ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিরোধিতার পরও নির্বাচন কমিশনের ঘোষণা করা তফশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আগেই তফশিল ঘোষণা করার প্রতিবাদে আন্দোলন আরো জোরদার করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট৷ হরতাল-অবরোধ চলছে৷ অবরোধের সময় দেশজুড়ে চলছে ব্যাপক সহিংসতা৷ যানবাহন পোড়ানো হচ্ছে, যানবাহনের সঙ্গে পুড়ছে মানুষ, প্রতিদিন বাড়ছে আহত এবং মৃতের সংখ্যা৷ নির্বাচনকে ঘিরে বিরোধী দলগুলোর আন্দোলন জোরদার হতে পারে – এমন আশঙ্কা থাকা সত্ত্বেও নির্বাচনকালীন সরকারের অংশ হয়েছিল জাতীয় পার্টি৷ দলের চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ তার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে বেরিয়ে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও তখন রাতারাতি সিদ্ধান্ত বদলেছিলেন৷ সেই সুবাদে তাঁর স্ত্রী এবং ভাইসহ জাতীয় পার্টির সাতজন ইতিমধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে শুরু করেছেন৷

নির্বাচনের দিন ঘনিয়ে আসছে৷ ঠিক এ অবস্থাতেই মঙ্গলবার ‘পরিবেশ নেই' বলে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ৷

তাঁর এই নাটকীয় ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হচ্ছে নানা ধরণের প্রতিক্রিয়া৷ সামহয়্যারইন ব্লগে ফকির মজুমদার এরশাদের এই নতুন সিদ্ধান্তকে দেখছেন ‘ব্যাপক বিনোদন' হিসেবে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে হালে শব্দের ব্যাপক বিকৃতির যে চল লক্ষ্য করা যায়, সেই ধারায় ফকির মজুমদার ‘ব্যাপক বিনোদন'কে ‘ব্যাপুক বিনুদন' লিখেছেন বলে লেখার শিরোনামটা হয়েছে ‘আবারও এরশাদ রঙ্গ ; ব্যাপুক বিনুদুনই বটে'৷

Bangladesh Hussain Muhammad Ershad EX-Präsident
‘‘নাটকের বাকি অংশ দেখতে পপকর্ন অথবা চালভাজা নিয়ে বসে পড়ুন টিভি সেটের সামনে’ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

এ লেখায় নব্বইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট এরশাদের রাজনৈতিক জীবনের বিতর্কিত, সমালোচিত বিষয়গুলোকে তুলে আনেননি ফকির মজুমদার৷ শুধু রাজনৈতিক এবং রাজনীতির বাইরের নানা জনের এরশাদ সম্পর্কে কিছু মন্তব্য এবং ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছেন৷ ফকির মজুমদারের দেয়া তথ্য একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তাঁর ফেসবুক স্ট্যাটাসে ‘মানুষ পরিবর্তনশীল'- এর ইংরেজি অনুবাদ করতে গিয়ে লিখেছেন,‘ম্যান ইজ এরশাদ'৷ তবে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সরাসরি বলেছেন, ‘এরশাদের সিদ্ধান্ত জাপার নেতাকর্মীরাই জানেন না৷'

কয়েকদিন আগে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ হয়ে এরশাদের সঙ্গে বিতর্কে জড়ানো জাতীয় পার্টির সিনিয়র নেতা কাজী জাফর আহমেদ মঙ্গলবার বলেছেন, ‘‘দেরিতে হলেও এরশাদ ভুল বুঝতে পেরেছেন৷'' মনজুর রহমান রাহাত নামে তাঁর এক ফেসবুকবন্ধুকেও উদ্ধৃত করেছেন ফকির মজুমদার৷ ফেসবুকে মনজুর রহমান রাহাত নাকি লিখেছেন, ‘‘নাটকের বাকি অংশ দেখতে পপকর্ন অথবা চালভাজা নিয়ে বসে পড়ুন টিভি সেটের সামনে৷''

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য