1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসৌদি আরব

নারীর নেতৃত্বে সৌদি আরবের স্টার্টআপগুলো

১৮ মার্চ ২০২৪

সৌদি আরবে নতুন নতুন স্টার্টআপগুলো বদলে দিচ্ছে সেখানকার ব্যবসার চিত্র৷ এগুলো অর্থনীতিটিকে জ্বালানি তেলের মোড়ক থেকে বেরিয়ে নতুন ব্র্যান্ডিংয়ের যেমন সুযোগ দিচ্ছে, তেমনি তৈরি করছে কাজের সুযোগ৷

https://p.dw.com/p/4drTh
সৌদি নারী বিজনেস স্টার্টআপ
আগে বিভিন্ন শিল্পে নারীদের অংশগ্রহনের ব্যাপারে বিধিনিষেধ যথেষ্ট কড়া ছিলছবি: Imago

এই মুহূর্তে সৌদি অর্থনীতিকে এর নিত্য নতুন ব্যবসায়িক উদ্যোগ এবং এগুলোর নারী উদ্যোক্তাদের ছাড়া ভাবাই যায় না৷ কিন্তু এক দশক আগেও তা ভাবাই যেত না৷

এ বিষয়ে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে রিয়াদ ভিত্তিক নারী উদ্যোক্তা মাহা শিরাহ বলেন ‘‘স্টার্ট আপ কোম্পানির জন্য বলতে গেলে কোনো পরিবেশই ছিল না৷''

তিনি রিয়াদের প্রথম নারী উদ্যোক্তাদের একজন৷ নারীদের জন্য ব্যবসায়িক উদ্যোগ নেয়া আরো কঠিন ছিল৷

২০১৪ সালে শিরাহ প্রথম শুধু নারীদের জন্য কর্মস্থল তৈরি করেন৷

তখনও বিভিন্ন শিল্পে নারীদের অংশগ্রহনের ব্যাপারে বিধিনিষেধ যথেষ্ট কড়া ছিল৷ দশ বছর পর সৌদি বাণিজ্য মন্ত্রণালয় নারীদের জন্য কর্মস্থলের একটি তালিকা প্রকাশ করেছে৷ সেখানে নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা৷

২০২১-২০২২ সালের সৌদি আরবের নারী বিষয়ক এক প্রতিবেদন বলছে, ৯৫ ভাগ সৌদি নারী উদ্যোক্তা হতে চান৷

শিরাহ বলেন, ‘‘আমার মনে আছে, ২০১৭ সালের আগে স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা বিষয়ক কোর্স খুবই কম ছিল৷''

তিনি বলেন, ব্যবসা হয় আগে শুধু ধনীদের বিষয় ছিল, অথবা এটি নিয়ে একটি ভ্রান্ত ধারণা ছিল৷

সৌদি আরবের দুই কর্মজীবী নারী
২০২১-২০২২ সালের সৌদি আরবের নারী বিষয়ক এক প্রতিবেদন বলছে, ৯৫ ভাগ সৌদি নারী উদ্যোক্তা হতে চান৷ছবি: Thomas Koehler/photothek/picture alliance

সরকারের কিছু উদ্যোগের কারণে এখন নারীরা বা যে কেউ ভালো একটা আইডিয়া নিয়ে উদ্যোক্তা হতে পারবেন৷ যেমন, এই মার্চেই দেশটির টেক সামিট লিপ২৪-এ প্রায় বারোশ' কোটি মার্কিন ডলারের বিনিয়োগের রেকর্ড হয়েছে৷ শিরাহ মনে করেন, সৌদি আরবের এই খাতটি বড় হচ্ছে৷

আরেক সৌদি উদ্যোক্তা মারিয়াম মোসাল্লির এনজিও ‘আন্ডার দ্য আবায়া' নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন৷ তিনি বলেন, উদ্যোগগুলোকে পরামর্শ দেয়াও নতুন উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে৷ ২০২৪ সালে তিনি সি-সুইট অ্যাডভাইজরি প্রতিষ্ঠা করেন৷ এটি একটি ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান৷ নারী নেতৃত্বাধীন আরো কয়েকটি উদ্যোগেও তার বিনিয়োগ আছে৷

‘‘একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি জানি আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসে,'' ডয়চে ভেলেকে বলেন তিনি৷

জার্মান সেন্টার ফর অ্যাপ্লায়েড রিসার্চের জ্যেষ্ঠ গবেষক সেবাস্টিয়ান সন্স এ বিষয়ে বলেন, ‘‘বহু বছর ধরে সৌদি উদ্যোক্তরা ব্যর্থ হবার ভয় পেতেন৷ এটা এখন বদলাচ্ছে৷ কারণ অনেক তরুণ বুঝতে পেরেছেন, ব্যর্থতা ব্যবসা উদ্যোগের অংশ৷''

এদিকে, সৌদি সরকারও নতুন উদ্যোগগুলোকে অনুপ্রাণিত করছে৷

সন্স বলেন, ‘‘মূল কথা হলো অর্থনীতিতে বৈচিত্র্য আনা৷ কারণ সরকারি খাত চাহিদামতো চাকরির যোগান দিতে পারছে না৷ তাই ব্যক্তিখাতকে মজবুত করা দরকার৷''

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা ধরে রাখার একটা কৌশল বলেও মনে করেন তিনি৷

জেনিফার হলাইস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান