1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর সৌন্দর্য যেন ম্যাজিক!

১৪ ডিসেম্বর ২০১৬

হিজাব ছাড়া ছবি পোস্ট করার জন্য রিয়াদে পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে৷ অথচ নিকাব পরা এক মহিলা দোকানে ঢুকলে ব্যাপারি থেকে খদ্দেরদের যে কী অবস্থা হতে পারে, এই ভিডিও তার প্রমাণ৷

https://p.dw.com/p/2UEjw
Deutschland Leipzig Verschleierte Frau Niqab (Symbolbild)
ছবি: picture-alliance/dpa/P. Endig

মালাক আল-শেহরির অপরাধ হলো, তিনি যে রিয়াদের বড় রাস্তায় হিজাব ছাড়া পোজ করে ছবি তুলিয়েছেন, শুধু তাই নয় – সেই ছবি আবার টুইটারে পোস্ট করেছেন৷ মহিলার বয়স বিশের ঘরে৷ ছবিটা তোলা হয়েছে রিয়াদের একটি জনপ্রিয় কাফের সামনে৷ পুলিশ বলছে, তাঁকে ‘‘সাধারণ নীতিবোধ লঙ্ঘন’’ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে৷

সৌদি আরব বিশেষভাবে রক্ষণশীল, কিন্তু উপসাগরীয় অঞ্চলের অপরাপর দেশেও মহিলাদের হিজাব পরাটা স্বাভাবিক৷ নারী তার সৌন্দর্যকে ঢেকে রাখবে, এই হলো সেখানকার ‘সাধারণ নীতিবোধ’৷ কিন্তু হিজাব পরলেই যে নারীর সুষমা পুরোপুরি ঢাকা পরে যায়া অথবা পুরুষদের পক্ষে সেটা আর ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, এমন নয়৷ সুরভির মতো তা পুরুষের মনকে ছুঁয়ে যায়, যেন প্রকৃতির অমোঘ নিয়মে৷

 

ছোট্ট এই ভিডিওটি কি ঘটছে, তা যারা আরবি ভাষা জানেন না, তারাও বুঝতে পারবেন৷ উর্দু কবিতার নায়িকার মতো এক নিকাব পরা তরুণী দোকানে ঢুকে কী একটা কিনতে গিয়ে কখনো লাইনের আগে গিয়ে দাঁড়াতে পাচ্ছেন, কখনো তাঁর বড় অঙ্কের নোট চেঞ্জ করে দেওয়ার জন্য সবাই ব্যগ্র, কখনো দোকানি তাঁকে একটা জিনিস ‘গিফ্ট’-ই করে দিল৷

নিকাব পরা মহিলা দোকান থেকে বেরনোর পর কিছুক্ষণ মুগ্ধ পুরুষদের নীরবতা – তারপর আবার সেই নিজেদের মধ্যে চেঁচামেচি, ধাক্কাধাক্কি৷ ‘মিষ্টি’ এই ভিডিওটিতে এক নারীর উপস্থিতি কিভাবে পুরুষদের বন্য না করে তুলে, ‘সভ্য’ করে তোলে, সেটাই যেন ব্যঙ্গের ছলে দেখানো হয়েছে৷

এসি/ডিজি

প্রিয় পাঠক, আপনার কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান