বাংলাদেশে বিদেশি হত্যা শুরু
৬ অক্টোবর ২০১৫বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন এখন টুইটারে বেশি সক্রিয়৷ বিশেষ করে উগ্রপন্থিদের কর্মকাণ্ড নিয়ে নিয়মিতই টুইট করেন তিনি৷ বাংলাদেশে গত সপ্তাহে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর তিনি লিখেছেন:
প্রসঙ্গত, বিদেশি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট,' এমন দাবি করেছে জিহাদিদের কার্যকলাপের দিকে নজর রাখছে এমন একাধিক সংস্থা৷ মার্কিন যুক্তরাষ্ট্রও বিষয়টিকে বেশি গুরুত্ব সহকারে দেখছে৷ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকেট৷ তিনি এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার কথাও জানিয়েছেন৷
তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কোনো সম্পৃক্ততা দেখছেন না৷ তিনি বরং এ সব হত্যাকাণ্ডের পেছনে বিরোধী দলের হাত রয়েছে মনে করছেন৷
উল্লেখ্য, বাংলাদেশে চলতি বছর চারজন নাস্তিক ব্লগার খুন হয়েছেন৷ ধারণা করা হচ্ছে, উগ্রপন্থিরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ আর সেসবের ধারবাহিকতায় বর্তমানে বিদেশি নাগরিকরা খুন হচ্ছেন কিনা, তা তদন্ত করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ