বাংলাদেশে আইএস
৬ অক্টোবর ২০১৫মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট আরো বলেন, ‘‘আইএস মোকাবেলায় প্রয়োজনীয় সক্ষমতা আমাদের (যুক্তরাষ্ট্র) রয়েছে৷ আর বাংলাদেশও সক্ষম৷'' তবে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুই বিদেশিকে হত্যার পর দাবি করেছিলেন যে, ‘‘বাংলাদেশে আইএস নেই''৷ ঢাকার গুলশানে ইটালির নাগরিক সিজার তাবেলা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের পর-পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দেয় যে, ঐ দু'টি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট৷
বাংলাদেশের পুলিশ সদর দপ্তর সোমবার তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএস-এর এই দায় স্বীকার নিয়ে প্রশ্ন তুলেছে৷ তাদের দাবি, ‘‘যুক্তরাষ্ট্রে বসবাসরত রিটা কাৎস পরিচালিত বেসরকারি গোয়েন্দা সংস্থা সার্চ ফর ইন্টারনাশনাল টেরোরিস্ট এনসিটিজ (সাইট) বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার বেসরকারি মুখপাত্র হিসেবে এ সব ‘প্রোপাগ্যান্ডা চালাচ্ছে৷''
তবে বাংলাদেশের জঙ্গি বিষয়ক গবেষক এবং মানবাধিকার কর্মী নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে যে আইএস-এর তৎপরতা আছে, তা প্রমাণিত৷ বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা গত দেড় বছরে আইস সদস্য বলে অনেককে আটক করেছে৷ এছাড়া সংবাদমাধ্যমেও তারা এ সংক্রান্ত খবর, তথ্য এবং ফটোগ্রাফ প্রচার করেছে৷ এমনকি বাংলাদেশি নাগরিকদের সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগদানের তথ্যও আমরা জানি৷ সংবাদমাধ্যমে এ নিয়ে পুলিশের বক্তব্যসহ খবর প্রচার হয়েছে৷''
তিনি বলেন, ‘‘বাংলাদেশে যে জঙ্গিরা সক্রিয় এবং তাদের যে আন্তর্জাতিক যোগাযোগ আছে – তা আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করে আসছি৷ তারা ইসলামিক স্টেট, জেএমবি না হরকাতুল জিহাদ – তা মূখ্য নয়৷ প্রধান বিষয় হলো বাংলাদেশে জঙ্গিরা আছে এবং ভালোভাবেই আছে৷''
নূর খানের মতে, ‘‘শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন, আইএসসহ জঙ্গি দমনে যে কোনো দেশেরই সহায়তা নিতে পারে বাংলাদেশ সরকার৷ তবে খেয়াল লাখতে হবে কেউ যেন এর সুযোগ নিতে না পারে৷''
এদিকে আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যৌথভাবে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি জানাবেন৷ তাঁরা দুই বিদেশি হত্যা এবং জঙ্গি বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে৷
অন্যদিকে ভারতের একটি সংবাদমাধ্যম (টাইমস অফ ইন্ডিয়া) দাবি করেছে যে, বাংলাদেশে দুই বিদেশি হত্যার সঙ্গে আইএস জড়িত নয়৷ সংবাদমাধ্যমটি ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই দাবি করে৷