1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নায়িকা সন্তানসম্ভবা, প্রযোজকদের দুশ্চিন্তা

২৩ জুন ২০১১

মঙ্গলবার রাতেই অমিতাভ বচ্চন টুইটার বার্তায় জানিয়েছিলেন, পুত্রবধূ ঐশ্বর্য সন্তানসম্ভবা৷ কিন্তু তাঁর হাতে যে ছবিগুলি রয়েছে, সেগুলির কী হবে?

https://p.dw.com/p/11iBF
স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাইছবি: UNI

বলিউডের অভিনেত্রী হিসেবে ঐশ্বর্য রাই বচ্চনের চাহিদা কম নয়৷ ফলে হাতে তাঁর সব সময়েই বেশ কিছু কাজ থাকে৷ প্রথম বার সন্তানসম্ভবা হওয়ার পর সেই সব ছবির প্রযোজকরা নতুন করে ভাবতে শুরু করেছেন৷ আপাতত দুটি ছবির কাজ শেষ করতে হবে৷ একটি মধুর ভাণ্ডারকরের ‘হিরোইন', অন্যটি রাজকুমার সন্তোষীর ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান'৷ দ্বিতীয় ছবির কাজ এখনো শুরু হয় নি৷ ফলে সন্তানের জন্মের পর ঐশ্বর্য যখন আবার কাজ শুরু করবেন, শুটিং ততদিন পিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে৷

‘হিরোইন' ছবির কাজ শুরু হয়ে গেছে৷ দ্রুত কাজ শেষ করার ক্ষেত্রে মধুর ভাণ্ডারকরের যথেষ্ট সুনাম রয়েছে৷ ঐশ্বর্য সন্তানসম্ভবা – একথা জানতে পেরে মাত্র ৪৫ দিনেই শুটিং শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন তিনি৷ আর মাত্র ১৫ দিনের কাজ বাকি রয়েছে৷ তবে এই ছবির জন্য ঐশ্বর্যের এই অবস্থা অনেকটা শাপে বরের মতো হয়েছে৷ কারণ ছবির অনেকটা জুড়েই তাঁকে অবসাদগ্রস্ত মাদকাসক্ত বিষণ্ণ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে হচ্ছে৷ ঐশ্বর্যের কথা ভেবে প্রতিটি দৃশ্যের জন্য দুটি করে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে – একটি দূর থেকে, আরেকটি ক্লোজ আপ৷ ফলে একই দৃশ্য আলাদা করে দু'বার করে অভিনয় করতে হচ্ছে না অ্যাশ'কে৷ শুটিং শেষ হওয়ার পর ডাবিং জাতীয় কাজও এমনভাবে রাখা হচ্ছে, যাতে ঐশ্বর্যের সময় ও সুযোগমতো তা সেরে ফেলা যায়৷

অভিনেত্রীদের ক্ষেত্রে বিয়ে করা বা সন্তান ধারণ করা তাদের পেশার জন্য অনেক সময় সমস্যার সৃষ্টি করে৷ কিন্তু সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন অভিনেত্রী দেখিয়ে দিয়েছেন, ঘর ও সেট – একইসঙ্গে দুটিই সামলানো সম্ভব৷ দর্শকরাও এক্ষেত্রে আগের তুলনায় অনেক উদার মনোভাব দেখাচ্ছেন৷ মা হওয়ার পরও কাজল দিব্যি রূপালি পর্দায় ফিরে এসেছেন৷ করিশমা কাপুর, শ্রীদেবী ও রবিনা ট্যান্ডনও শিগগির কাজে ফিরছেন বলে শোনা যাচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য