1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডার ‘প্রশ্নবিদ্ধ' সিদ্ধান্ত

১ ফেব্রুয়ারি ২০১৭

ক্যানাডার হকি দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসছে না৷ অথচ দৃশ্যত নিরাপত্তা পরিস্থিতি এখন অনেকাংশেই ভালো৷ জঙ্গিবিরোধী অভিযান চলছে৷ মঙ্গলবার হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব৷

https://p.dw.com/p/2Wnzc
Bangladesh Extremisten werden von Sicherheitskräfte getötet
ছবি: picture-alliance/AP Photo

আগামী ৪ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ড৷ শেষ হবে ১২ই মার্চ৷ এ আসরে ওমান, ফিজি, চীন, ঘানা, মিসর  শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ক্যানাডারও অংশ নেওয়ার কথা ছিল৷ কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আন্তর্জাতিক হকি ফেডারেশন আমাদের জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ক্যানাডা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না৷''

তিনি আরো বলেন, ‘‘এটা আমাদের জন্য একটা আঘাত, কারণ, টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে তারাই ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কধারী৷'' আন্তর্জাতিক হকি র‌্যাঙ্কিংয়ে ক্যানাডার অবস্থান একাদশতম স্থানে৷

এর আগে ২০১৫ সালে নিরাপত্তার কারণ দেখিয়ে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল৷ সেবার ক্রিকেট দল না পাঠালেও পরে ফুটবল দল পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তকেই প্রশ্নবিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া৷

গত জুলাইয়ে হোলি আর্টিজান হামলার পর সারা বিশ্বে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড় রকমের প্রশ্ন দেখা দিয়েছিল৷ কিন্তু তারপর থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় অক্টোবরে বাংলাদেশ সফর করে যায় ইংল্যান্ড ক্রিকেট দল৷ তারপর আগস্টে অনুর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে বাংলাদেশ৷ তবে জাপান সেখানে অংশ নেয়নি৷ প্রসঙ্গত, হোলি আর্টিজান হামলায় হামলায় নিহত ২২ জনের অধিকাংশই ছিলেন বিদেশি নাগরিক৷ সেখানে জাপানের নাগরিকও ছিল৷

খাজা রহমত উল্লাহ

তবে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডে নিরাপত্তার কারণ দেখিয়ে ক্যানাডার অংশ না নেয়াকে যুক্তিসঙ্গত মনে করছেন না বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘নিরাপত্তার প্রশ্ন তুলে ক্যানাডার বাংলাদেশে না আসার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য, কারণ, বাংলাদেশে এখন কোনো নিরাপত্তার সঙ্কট নেই৷ এখানে জীবন-যাত্রা স্বাভাবিক আছে৷   বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দল ঘুরে গেছে৷ আমরা সফলভাবে অনুর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির আয়োজন করেছি৷ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ফুটবল টিমও খেলে গেছে৷ তারা সবাই নিরপত্তায় সন্তোষ  প্রকাশ করে গেছেন৷''

ক্যানাডার সিদ্ধান্তের কথা জানার পর বাংলাদেশ হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)-এর কাছে চিঠি পাঠিয়েছে৷ খাজা রহমত উল্লাহ জানান, ‘‘আমরা চিঠিতে আমাদের নিরাপত্তাব্যবস্থা এবং সফল ও সন্তোষজনক নিরাপত্তার মধ্য দিয়ে যেসব টুর্নামেন্টের আয়োজন করেছি, তা তুলে ধরেছি৷ আর ক্যানাডাকে সিন্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেছি৷ তারপরও তারা না এলে ক্যানাডার বদলে অন্য কোনো টিম দেয়ার কথা বলেছি৷''

তিনি আরো বলেন, ‘‘আমাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমরা আস্থাশীল, ক্যানাডা অযৌক্তিকভাবে নিরাপত্তা ইস্যু তুলেছে বলে আমরা মনে করি৷''

এদিকে বুধবার ভোররাতে ঢাকার যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছ র‌্যাব৷ র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল৷ সে হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি শাখার প্রধান ছিল৷ যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য