নির্বাচনি প্রচারে সবুজ দলের প্রতি বিরল সংহতি
১৩ আগস্ট ২০২১নির্বাচনের আগে সব রাজনৈতিক দল নানা পদ্ধতিতে প্রচার চালিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবে, গণতান্ত্রিক দেশে সেটাই তো স্বাভাবিক৷ ২৬শে সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচনের আগেও দেশজুড়ে পার্টির পোস্টারে প্রার্থীদের মুখ ও দলীয় স্লোগান ভরে গেছে৷
এরই মধ্যে দেশের বড় শহরগুলিতে অত্যন্ত কুরুচিকর একটি পোস্টার চরম অস্বস্তি ও ক্ষোভ সৃষ্টি করছে৷ কোনো দলের পক্ষ থেকে নয়, বরং বিশেষ একটি দলের বিরুদ্ধে নেতিবাচক প্রচার অভিযান অন্তত জার্মানিতে বিরল ঘটনা৷ জনসভা বা টেলিভিশন বিতর্কে সরাসরি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে চাঁচাছোলা সমালোচনা শোনা গেলেও শালিনতার সীমা সাধারণত অতিক্রম করা হয় না৷ ফলে এমন ঘটনার জের ধরে রাজনৈতিক মতবিরোধ সরিয়ে রেখে অন্যান্য কিছু দলও এমন উদ্যোগের তীব্র সমালোচনা করছে৷
নজর কাড়া এই পোস্টারে সবুজ দলের বিরুদ্ধে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ চালানো হচ্ছে৷ ‘সবুজ জঞ্জাল ২০২১' শিরোনামের আড়ালে দলের কর্মসূচির বিরোধিতা করা হচ্ছে৷ পোস্টারের রং অবিকল সবুজ দলের মতো৷ তাতে শুধু প্রতীকী চিহ্ন হিসেবে সূর্যমুখী ফুলের অবস্থা বেহাল৷ সবুজ দলের বিরুদ্ধে ‘সমৃদ্ধি ধ্বংস', ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের নামে সমাজতন্ত্র', ‘পরিবেশবাদী সন্ত্রাসবাদ' ইত্যাদি অভিযোগ আনা হয়েছে৷ বেসরকারি এই উদ্যোগের পেছনে রয়েছেন বাভেরিয়ার সিএসইউ দলের প্রাক্তন সদস্য ডাভিড বেন্ডেলসের ‘কনসারভেয়ার কমিউনিকেশনস' কোম্পানি৷ তাঁর দাবি, সবুজ দল জার্মানির জন্য বিশাল হুমকি৷ তাই তিনি ভোটারদের সে বিষয়ে সতর্ক করে দিচ্ছেন৷ উল্লেখ্য, বেন্ডেলস নিজে এক দক্ষিণপন্থি রক্ষণশীল সংগঠনের সভাপতি৷ এই সংগঠন অতীতে চরম দক্ষণিপন্থি এএফডি দলের সমর্থনে অনেক প্রচার চালিয়েছে৷ তবে সবুজ দলের বিরুদ্ধে প্রচারের সঙ্গে এএফডি দলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন৷
আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ এবং জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী এসপিডি দল সবুজ দলের বিরুদ্ধে এমন সুপরিকল্পিত কুৎসার তীব্র সমালোচনা করেছে৷ সিডিইউ দলের সাধারণ সম্পাদক পাউল সিমিয়াক বলেছেন, ন্যায্য নির্বাচনি প্রচারযুদ্ধে প্রয়োজনে অন্য দলের পক্ষেও মুখ খুলতে হয়৷ এএফডি ও এনপিডি দলের ঘনিষ্ঠ মহল থেকে সবুজ দলের বিরুদ্ধে বর্তমানে যে নোংরামি চলছে, তা অত্যন্ত ঘৃণ্য৷
এমন পোস্টারকে ‘চরম দক্ষিণপন্থি জঞ্জাল' হিসেবে বর্ণনা করে গণতান্ত্রিক দল হিসেবে সবুজ দলের প্রতি সংহতি প্রকাশ করেছেন এসপিডি দলের সাধারণ সম্পাদক লার্স ক্লিংবাইল৷ দলের অন্য অনেক নেতাও এমন আপত্তিকর প্রচারের বিরুদ্ধে মুখ খুলে সবুজ দলের পাশে দাঁড়িয়েছেন৷ সবুজ দলের এক নেতাও টুইটারে এমন সংহতি ও সমর্থনের জন্য টুইটারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
এসবি/এসিবি (ডিপিএ, এপি)