1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনি প্রচারে সবুজ দলের প্রতি বিরল সংহতি

১৩ আগস্ট ২০২১

জার্মানির নির্বাচনি প্রচার অভিযানে সবুজ দলের বিরুদ্ধে আপত্তিকর পোস্টারের বিরুদ্ধে মুখ খুলছেন প্রতিদ্বন্দ্বী দলের নেতারা৷ চরম দক্ষিণপন্থি শিবিরের ইন্ধনে এমন কুরুচিকর প্রচারের নিন্দা করছেন তারা৷

https://p.dw.com/p/3yw3q
ছবি: Revierfoto/dpa/picture alliance

নির্বাচনের আগে সব রাজনৈতিক দল নানা পদ্ধতিতে প্রচার চালিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবে, গণতান্ত্রিক দেশে সেটাই তো স্বাভাবিক৷ ২৬শে সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচনের আগেও দেশজুড়ে পার্টির পোস্টারে প্রার্থীদের মুখ ও দলীয় স্লোগান ভরে গেছে৷

এরই মধ্যে দেশের বড় শহরগুলিতে অত্যন্ত কুরুচিকর একটি পোস্টার চরম অস্বস্তি ও ক্ষোভ সৃষ্টি করছে৷ কোনো দলের পক্ষ থেকে নয়, বরং বিশেষ একটি দলের বিরুদ্ধে নেতিবাচক প্রচার অভিযান অন্তত জার্মানিতে বিরল ঘটনা৷ জনসভা বা টেলিভিশন বিতর্কে সরাসরি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে চাঁচাছোলা সমালোচনা শোনা গেলেও শালিনতার সীমা সাধারণত অতিক্রম করা হয় না৷ ফলে এমন ঘটনার জের ধরে রাজনৈতিক মতবিরোধ সরিয়ে রেখে অন্যান্য কিছু দলও এমন উদ্যোগের তীব্র সমালোচনা করছে৷

নজর কাড়া এই পোস্টারে সবুজ দলের বিরুদ্ধে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ চালানো হচ্ছে৷ ‘সবুজ জঞ্জাল ২০২১' শিরোনামের আড়ালে দলের কর্মসূচির বিরোধিতা করা হচ্ছে৷ পোস্টারের রং অবিকল সবুজ দলের মতো৷ তাতে শুধু প্রতীকী চিহ্ন হিসেবে সূর্যমুখী ফুলের অবস্থা বেহাল৷ সবুজ দলের বিরুদ্ধে ‘সমৃদ্ধি ধ্বংস', ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের নামে সমাজতন্ত্র', ‘পরিবেশবাদী সন্ত্রাসবাদ' ইত্যাদি অভিযোগ আনা হয়েছে৷ বেসরকারি এই উদ্যোগের পেছনে রয়েছেন বাভেরিয়ার সিএসইউ দলের প্রাক্তন সদস্য ডাভিড বেন্ডেলসের ‘কনসারভেয়ার কমিউনিকেশনস' কোম্পানি৷ তাঁর দাবি, সবুজ দল জার্মানির জন্য বিশাল হুমকি৷ তাই তিনি ভোটারদের সে বিষয়ে সতর্ক করে দিচ্ছেন৷ উল্লেখ্য, বেন্ডেলস নিজে এক দক্ষিণপন্থি রক্ষণশীল সংগঠনের সভাপতি৷ এই সংগঠন অতীতে চরম দক্ষণিপন্থি এএফডি দলের সমর্থনে অনেক প্রচার চালিয়েছে৷ তবে সবুজ দলের বিরুদ্ধে প্রচারের সঙ্গে এএফডি দলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন৷

আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ এবং জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী এসপিডি দল সবুজ দলের বিরুদ্ধে এমন সুপরিকল্পিত কুৎসার তীব্র সমালোচনা করেছে৷ সিডিইউ দলের সাধারণ সম্পাদক পাউল সিমিয়াক বলেছেন, ন্যায্য নির্বাচনি প্রচারযুদ্ধে প্রয়োজনে অন্য দলের পক্ষেও মুখ খুলতে হয়৷ এএফডি ও এনপিডি দলের ঘনিষ্ঠ মহল থেকে সবুজ দলের বিরুদ্ধে বর্তমানে যে নোংরামি চলছে, তা অত্যন্ত ঘৃণ্য৷

এমন পোস্টারকে ‘চরম দক্ষিণপন্থি জঞ্জাল' হিসেবে বর্ণনা করে গণতান্ত্রিক দল হিসেবে সবুজ দলের প্রতি সংহতি প্রকাশ করেছেন এসপিডি দলের সাধারণ সম্পাদক লার্স ক্লিংবাইল৷ দলের অন্য অনেক নেতাও এমন আপত্তিকর প্রচারের বিরুদ্ধে মুখ খুলে সবুজ দলের পাশে দাঁড়িয়েছেন৷ সবুজ দলের এক নেতাও টুইটারে এমন সংহতি ও সমর্থনের জন্য টুইটারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

এসবি/এসিবি (ডিপিএ, এপি)