1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত গণতন্ত্রীদের ভরাডুবি

২২ সেপ্টেম্বর ২০১৩

দলের ইতিহাসে এই প্রথম এফডিপি বুন্ডেসটাগ থেকে বহিষ্কৃত হল: পাঁচ শতাংশ ন্যূনতম ভোটের বেড়া পার হতে না পারায়, তারা নতুন সংসদে উপস্থিত থাকবে না৷ অর্থাৎ জার্মানির একমাত্র উদারপন্থি দলের আজ অস্তিত্বের সংকট৷

https://p.dw.com/p/19m6i
Free Democratic Party (FDP) top candidate Rainer Bruederle (L) and German Economy Minister and leader of the liberal FDP Philipp Roesler (R) address to members after first exit polls in the German general election (Bundestagswahl) in Berlin September 22, 2013. REUTERS/Fabian Bimmer (GERMANY - Tags: POLITICS ELECTIONS)
ছবি: Reuters

গত নির্বাচনের তুলনায় প্রায় দশ শতাংশ কম ভোট পেয়ে মুক্ত গণতন্ত্রীরা যে এভাবে বিদায় নেবে, তা আন্দাজ করা গেছিল এক সপ্তাহ আগে বাভারিয়ার নির্বাচনে তাদের অনুরূপ দশা হওয়ায়৷ আর এই নির্বাচনি রবিবারে হেসে রাজ্যেও তাদের দৃশ্যত একই ভাবে বিদায় নিতে হচ্ছে৷

রাইনার ব্রুডারলে-কে মুখ্য প্রার্থী করে এফডিপি যে নির্বাচনি প্রচারণা চালায়, তাতে তাদের বিজ্ঞপিত অবস্থানগুলির কোনো হেরফের ঘটেনি৷ মুক্ত গণতন্ত্রীরা পূর্বাপর কর বাড়ানোর বিরুদ্ধে, সরকারি ঋণ কমানোর সপক্ষে এবং মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করতে আগ্রহী৷

তাহলে এফডিপি-র ভরাডুবি ঘটল কেন? ২০১০ সাল যাবতই বিভিন্ন জরিপে পরিলক্ষণ করা যাচ্ছিল যে, জনসাধারণের মধ্যে দলের সমর্থন অবক্ষয়ের মুখে৷ তার সঙ্গে যুক্ত হয় দু-দুটি নেতৃত্বের সংকট৷ প্রথমত গিডো ভেস্টারভেলে-কে দলীয় প্রধানের আসন ছেড়ে দিতে হয় ফিলিপ ব়্যোসলার-এর হাতে৷ দ্বিতীয় সংকটে ব়্যোসলার-কে তাঁর কর্তৃত্ব ভাগ করে নিতে হয় বয়োবৃদ্ধ রাইনার ব্রুডারলে-র সঙ্গে৷ কিন্তু এবারকার সংকটের তুলনায় সে সব সংকট কিছুই নয়৷

তাই নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের এফডিপি প্রধান ক্রিস্টিয়ান লিন্ডনার ইতিমধ্যেই মন্তব্য করেছেন: ‘‘এটা হল ১৯৪৯ সাল যাবৎ এফডিপি দলের সবচেয়ে হতাশাজনক মুহূর্ত৷ স্পষ্টতই আমাদের সরকারে থাকা থেকে আমাদের ভোটারদের যে প্রত্যাশা ছিল, তা আমরা পূরণ করতে পারিনি৷ কারণটা আরো গভীরে, বলে আমার বিশ্বাস৷ আমার দৃঢ় বিশ্বাস, জার্মানিতে বহু মানুষ আছেন, যারা এমন একটি দল চান, যে দল অর্থনৈতিক বাস্তববোধের সঙ্গে সামাজিক উদারপন্থি চেতনা যুক্ত করতে পারে – অর্থাৎ মুক্ত গণতন্ত্রীরা৷ কিন্তু এই সংসদীয় নির্বাচনে আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি, তারা আমাদের মধ্যে নিজেদের বাসা খুঁজে পাননি৷ কাল থেকে এফডিপি দলকে সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে৷''

এসি / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য