1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হল্যান্ডে বোরকার উপর নিষেধাজ্ঞা

৩০ নভেম্বর ২০১৬

মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে পাস হওয়া একটি আইন বলছে, সরকারি ভবনে বোরকা ও নিকাব পরা যাবে না৷ তবে রাস্তায় কিংবা পার্কে পরতে সমস্যা নেই৷

https://p.dw.com/p/2TV21
বোরকা পরিহিত এক নারী
নেদারল্যান্ডসের বিচার মন্ত্রণালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বোরকা পরিহিত এক নারীছবি: Getty Images/AFP/J. Lampen

এর ফলে নেদারল্যান্ডসের হাসপাতাল, স্কুল ও গণপরিবহণসহ বেশ কিছু জায়গায় পুরো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না নারীরা৷

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাস্টের্ক সংসদকে বলেন, বোরকা ও নিকাবের কারণে মুখ ঢেকে যাওয়ায় যোগাযোগে সমস্যা হয়৷ অথচ যোগাযোগের ক্ষেত্রে একে অপরকে দেখতে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ৷

আইন না মানলে ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে৷ অবশ্য আইনটি এখনই কার্যকর হয়ে যাচ্ছে না৷ তার আগে সংসদের উচ্চকক্ষের অনুমোদন লাগবে৷

নেদারল্যান্ডসের আগে ইউরোপের আরও তিনটি দেশ - ফ্রান্স, বেলজিয়াম ও বুলগেরিয়ায় বোরকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷

আইনটি পাস হওয়ার আগে গত সপ্তাহে নেদারল্যান্ডসের সংসদের সামনে বিক্ষোভ করেন কয়েকজন মুসলিম নারী৷ নিকাব পরিহিতা কারিমা রাহমানি বলেন, ‘‘এর ফলে আমি যা হতে চাই তা হওয়ার অধিকার সীমিত হবে৷'' কয়েকটি স্কুল, বিশ্ববিদ্যালয় আর চিকিৎসকরাও প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করেছিলেন৷

দেশটির ডানপন্থি নেতা গেয়ার্ট ভিল্ডার্স ১১ বছর আগে বোরকা পরার উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছিলেন৷ এরপর বছর চারেক আগে দেশটির মহাজোট সরকার আবারও প্রস্তাবটি আনে৷

সরকারি হিসেবে, নেদারল্যান্ডসে প্রায় ১০০ জন মুসলিম নারী বোরকা পরেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান