‘তুমি অমর কবিতার অন্ত্যমিল’
৬ ডিসেম্বর ২০১৩‘‘বহুরাত জাগার জন্য অনেক সুন্দর ভোর দেখেছি৷ আজ ভোর শুধু দুঃখ নয় গর্ব ডেকে আনল৷ যদি বেঁচে থাকি এর পরের সব প্রজন্মকে বলতে পারব৷ আমি নেলসন ম্যান্ডেলাকে দেখেছি,'' ফেসবুকে গভীর রাতে লিখেছেন ইরেশ জাকের৷ এই অভিনেতার স্ট্যাটাসে মন্তব্য করেছেন অনেকে৷ সেখানে নিরব তাহসান লিখেছেন, ‘‘অসাধারণ একজন নেতাকে দেখার সৌভাগ্য হয়েছিল৷ যারা শত বর্ষে আসে না৷''
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক গোধূলি খান লিখেছেন, ‘‘নেলসন ম্যান্ডেলা তুমি অমর কবিতার অন্ত্যমিল, তোমার চোখেতে দেখি স্বপ্ন-মিছিল৷'' আবিদ মাহমুদ লিখেছেন, ‘‘ম্যান্ডেলা দাদু বড়ই ভালো লোক ছিলেন৷ আমাগের দেশে তাঁর মতন একটা মানুষ থাকলি আমরা এতদিন সভ্য জাতি হয়ে যাইতাম৷ (বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছু বাঙ্গালীকে অসভ্য করিয়া তুলিয়াছে, যাহার দায়ভার পুরা বাঙালী জাতির উপর পড়িতেছে)৷''
কিংবদন্তি নেতা ম্যান্ডেলার মৃত্যুতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান ফেসবুকে একটি কবিতা প্রকাশ করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এই কাল কাল মানুষের দেশে/এই কাল মাটিতে/নেলসন মান্ডেলা, তুমি/অমর কবিতার অন্ত্যমিল/তোমাকে সালাম৷''
সাংবাদিক অঞ্জন রায় ম্যান্ডেলাকে সরাসরি দেখেছেন৷ সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘মানুষ হিসেবে আমি গর্বিত৷ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা এবং ইয়াসির আরাফাত – মানব সভ্যতার এই তিন মহানায়ককে নিজের দুচোখে দেখেছি৷ নিজের দু’হাতে স্পর্শ করেছি৷''
কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে এইচ আর খান লিখেছেন, ‘‘অবশেষে জীবনের কাছে হার মানলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা৷'' একই ব্লগ সাইটে মঞ্জুর চৌধুরী লিখেছেন, ‘‘নেলসন ম্যান্ডেলা আজ দেহত্যাগ করলেন৷ একটি মহামানবের যুগের অবসান ঘটলো৷ এখন আরেক মহামানবের আগমনের প্রতীক্ষার পালা৷''
ব্লগার স্মরনিকা ধর ম্যান্ডেলাকে স্মরণ করতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিত নিয়েও করেন তীর্যক মন্তব্য৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘নেলসন, তোমার জন্যে নয় আমার শোকপাত্র৷'' এই ব্লগার মনে করেন, ‘‘ম্যান্ডেলা ৯৫ বছরের জীবনে যা কিছুই করেছেন তা তাঁকে ৯৫ শতাব্দী বাঁচিয়ে রাখতে যথেষ্ট৷''
উল্লেখ্য, ৫ ডিসেম্বর, জোহানেসবার্গে নিজ বাসভবনে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় মৃত্যু বরণ করেন নেলসন ম্যান্ডেলা৷ তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক