ম্যান্ডেলার দল এএনসি’র শততম বার্ষিকী
৭ জানুয়ারি ২০১২দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন শহরে গঠিত হওয়ার সময় দলটির নাম ছিল ‘সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস'৷ পরে ১৯২৩ সালে এটি এএনসি'তে পরিণত হয়৷
শুরু থেকেই দলটি আফ্রিকায় বর্ণবৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করেছে৷ এছাড়া বিভিন্ন সময়ে অন্যান্য সংগঠনের সঙ্গে মিলেও দাবি দাওয়া আদায়ে সংগ্রাম করেছে এএনসি৷
এই দলেরই নেতা ছিলেন নেলসেন ম্যান্ডেলা৷ ১৯৬২ সালে তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়৷ রবেন দ্বীপে ২৭ বছর কারাবাস করার পর মুক্তি পান ম্যান্ডেলা ১৯৯০ সালে৷ এরপর দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে শান্তি আলোচনায় অংশ নেন৷ যার ফলে বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়৷ এরপর থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসীন এএনসি৷ প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকায় ‘মাদিবা' নামেই বেশি পরিচিত৷ মাদিবা তাঁর গোত্রের দেয়া নাম৷
শতবর্ষ উপলক্ষ্যে তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে৷ একটি গল্ফ টুর্নামেন্ট উদ্বোধনের মাধ্যমে শুক্রবার থেকে সেটা শুরু হয়েছে৷ চলবে রবিবার পর্যন্ত৷ সেদিন বর্তমান প্রেসি়ডেন্ট জ্যাকব জুমা বক্তব্য রাখবেন৷ প্রায় ৪৬টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ ইতিমধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ও জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন৷
তবে অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকার কথা যার সেই নেলসন ম্যান্ডেলা থাকতে পারবেন না বলে খবর পাওয়া গেছে৷ এএনসি মহাসচিব গেডে মানটাশে শুক্রবার বিষয়টি জানিয়েছেন৷ তিনি বলেন, ম্যান্ডেলার মানসিক অবস্থা খুব ভাল আছে, কিন্তু তাঁর অনেক বয়স হয়েছে৷ উল্লেখ্য, ৯৩ বছর বয়সি ম্যান্ডেলাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল ২০১০ সালের বিশ্বকাপের সময়৷ তখনো আগে বলা হয়েছিল যে, ম্যান্ডেলা থাকতে পারবেন না৷ কিন্তু পরে সবাইকে চমকে দিয়ে ঠিকই উপস্থিত হয়েছিলেন মাদিবা৷ এবারও সেরকমই কিছুর আশা করছেন সমর্থকরা৷
কিন্তু এই জাঁকজমক ভরা আয়োজন দিয়ে হয়তো বিশ্বের নজর কাড়া যাবে৷ কিন্তু সমালোচকরা বলছেন, গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা এএনসি অতিদরিদ্রদের দিকে না তাকিয়ে বেশি নজর দিয়েছে দলের শীর্ষ নেতাদের দিকে৷ তাঁরা করদাতাদের পয়সায় বিলাসী জীবন যাপন করছেন বলে মাঝে মধ্যেই গণমাধ্যমে খবর বের হচ্ছে৷ ফলে গণমাধ্যমের উপর সরকারের চাপ বাড়ছে দিনদিন৷
এছাড়া গরিব লোকের জন্য সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়ন করা হচ্ছে না৷ বাড়ছে বেকারত্বের হার৷ বর্তমানে যেটা প্রায় ২৫ শতাংশ৷ বাড়ছে সন্ত্রাসী ঘটনাও৷
এসবের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতিও৷ বর্তমান প্রেসিডেন্ট জুমা ২০০৯ সালে দায়িত্ব নেয়ার আগে তাঁর ওপর থাকা দুর্নীতির সব অভিযোগ তুলে নেয়া হয়৷
তবে শততম বর্ষে এসে এএনসি আবারও দক্ষিণ আফ্রিকার মানুষের হয়ে কাজ করবে, দলের নেতারা বর্ণবাদপূর্ব সময়ের আদর্শ মেনে কাজ করবেন এই আশা সকলের৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক