নৌ-পরিবহনমন্ত্রীর বক্তব্য-নিন্দার ঝড়
১৫ ডিসেম্বর ২০১৪সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী অবশ্য সুন্দরবনের প্রায় ১০০ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে, যা থেকে শুধু স্বল্পমেয়াদেই নয়, দীর্ঘমেয়াদেও ক্ষতি অব্যাহত থাকবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷
সুন্দরবনের ভেতরে শেলা নদীসহ (যেখানে তেলবাহী ট্যাংকার ডুবেছে) দুর্ঘটনার আশঙ্কা আছে এমন এলাকায় নৌ-চলাচল স্থায়ীভাবে বন্ধ করার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়৷ তবে নৌ-পরিবহন মন্ত্রণালয় বলেছে, ওই নৌ-পথ স্থায়ীভাবে বন্ধের কথা তারা এখনো ভাবছে না৷
টুইটারে শাইখ মাহদি লিখেছেন, এ যেন মন্ত্রীর উপহাস-তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের কোনো ক্ষতি হবে না৷
ব্রিগিটে গেমেন লিখেছেন, বাংলাদেশে আমার অন্যতম পছন্দের একটি জায়গা সুন্দর৷ এই বিপর্যয়ের মূর্য কে দেবে?
নূরন্নবী হাসিভ সুন্দরবনকে বাঁচাতে সবাইতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন৷
শাইখ মাহদি কুছি ছবি পোস্ট করেছেন টুইটারে৷
মাহফুজ সাদিক সুন্দরবনের বিপর্যয় নিয়ে বিবিসি ওয়ার্ল্ডের একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করেছেন৷
বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলো বেশ কিছু প্রতিবেদন ও ছবিঘর শেয়ার করেছে টুইটারে৷
রন গারান লিখেছেন সুন্দরবনের বিপর্যয় বিশ্বে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না৷
বাংলাদেশের দৈনিক পত্রিকা ডেইলি স্টারেও সুন্দরবন নিয়ে রয়েছথে একটি বিশেষ প্রতিবেদন৷
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ