পচা পেঁয়াজের প্যাঁচে ভারত
১৬ জানুয়ারি ২০২০যে পেঁয়াজ নিয়ে দু'দিন আগেও দেশ জুড়ে চরম সংকট তৈরি হয়েছিল, এখন সেই পেঁয়াজ নিয়েই অস্বস্তিতে ভারত সরকার৷ বিদেশ থেকে প্রায় ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। কিন্তু রাজ্যগুলো সে পেঁয়াজ কিনতে চাইছে না৷ অগত্যা বাংলাদেশকে সেই পেঁয়াজ বিক্রি করে ক্ষতি বাঁচানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার৷
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তার বক্তব্য, দিন কয়েক আগে বাংলাদেশের হাই কমিশনার রকিবুল হকের কাছে পেঁয়াজ বিক্রির প্রসঙ্গটি উত্থাপন করে ভারত সরকার৷ তবে বাংলাদেশ সেই পেঁয়াজ কিনবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ বিষয়টি নিয়ে দরকষাকষি চলছে বলে জানা গেছে৷
এ বছর দেশে পেঁয়াজের ফলন ভাল হয়নি৷ মহারাষ্ট্রে অকাল বৃষ্টি এবং খরার কারণে প্রচুর পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে নভেম্বর মাস থেকে পেঁয়াজের দাম ক্রমশ বাড়তে থাকে৷ এক সময় তা পৌঁছে যায় ১৫০ টাকায়। পরিস্থিতি বুঝে দু'টি সিদ্ধান্ত নেয় ভারত সরকার৷ এক, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি রাতারাতি বন্ধ করা হয় এবং দুই, পার্শ্ববর্তী দেশগুলি থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়৷
বাণিজ্য বিষয়ক প্রবীণ সাংবাদিক জোসেফের বক্তব্য, ‘‘ভারত মূলত আফগানিস্তান, তুরস্ক এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে পেঁয়াজকিনেছিল৷ এই ধরনের পেঁয়াজের দাম বেশ কম৷ মানও খারাপ৷ প্রতি ম্যাট্রিক টন পেঁয়াজ ভারত কিনেছিল ৬০০ থেকে ৭০০ মার্কিন ডলারে৷ কিন্তু ভারতের বাজার সেই পেঁয়াজ নেয়নি৷ ক্রেতাদের বক্তব্য, ওই পেঁয়াজের স্বাদ অত্যন্ত খারাপ৷’’ ফলে রাজ্যগুলো কেন্দ্রের কাছে পেঁয়াজের যে চাহিদা পাঠিয়েছিল, বাজার বুঝে তা ফিরিয়ে নেয়৷
দেশের ক্রেতা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন, মহারাষ্ট্র, ওড়িশা, আসাম, হরিয়ানা এবং কর্নাটক কেন্দ্রের কাছে সব মিলিয়ে প্রায় ৭ হাজার ম্যাট্রিক টন পেঁয়াজ চেয়েছিল৷ কিন্তু পরে তা নেয়নি৷ সরকার এই পেঁয়াজ রাজ্য গুলির কাছে প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রির পরিকল্পনা করেছিল৷ রাজ্য সরকারগুলি বাজারে তা বিক্রি করছিল ৭০ টাকায়৷ কিন্তু রাজ্যগুলি পিছিয়ে আসায় এখন এই বিপুল পরিমাণ পেঁয়াজ নিয়ে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রায় ১৮ হাজার ম্যাট্রিক টন পেঁয়াজ পড়ে আছে মুম্বই বন্দরে। খুব দ্রুত তা চালান করতে না পারলে সরকারের বড়সড় ক্ষতি হবে৷ সে জন্যই বাংলাদেশকে প্রতি ম্যাট্রিক টন পেঁয়াজ ৫০০ থেকে ৫৫০ ডলারে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে৷
সমস্যা হল, বাংলাদেশ বহুদিন ধরেই ভারতের থেকে পেঁয়াজ নেয়৷ এ বছর আচমকা ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন, এভাবে আচমকা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় তাঁর দেশ সমস্যায় পড়েছে৷ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বিষয়টি আগে থেকে বলা উচিত ছিল৷ কিন্তু গত তিন মাসে চীন এবং নেপাল থেকে পেঁয়াজ নিতে শুরু করেছে বাংলাদেশ৷ এখন ভারত আচমকা এত পেঁয়াজ রপ্তানি করতে চাওয়ায় সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ সরকার৷ সবচেয়ে বড় কথা, খারাপ মানের পেঁয়াজ বাংলাদেশ আদৌ নেবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে৷ যদিও সূত্র জানাচ্ছে, বাংলাদেশ বিষয়টিকে একেবারে ফেলে দেয়নি৷ বরং দরকষাকষির দিকেই তারা এগোচ্ছে৷ পেঁয়াজ বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ভারতকেই করতে হবে, এমন শর্তও দেওয়া হয়েছে বলে সূত্র জানাচ্ছে৷