1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ, পদত্যাগ

৭ ফেব্রুয়ারি ২০১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ মঙ্গলবার পদত্যাগ করেছেন৷ বিরোধীদের নেতৃত্বে গত তিন সপ্তাহ ধরে তাঁর বিরুদ্ধে আন্দোলন চলছিল৷ শেষ পর্যন্ত সেই আন্দোলনই পুলিশ বিদ্রোহে রূপ নেয়৷ ফলে পদত্যাগকেই যৌক্তিক মানছেন নাশিদ৷

https://p.dw.com/p/13yQ5
ছবি: dapd

এক টেলিভিশন ভাষণে নাশিদ তঁর পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, ‘‘আমি পদত্যাগ করছি, কেননা আমি শক্তি প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে আগ্রহী নই৷'' তিনি বলেন, ‘‘আমি মনে করি, সরকার যদি এখন ক্ষমতা ধরে রাখতে চায় তবে এমন শক্তি প্রয়োগ করতে হবে যা অনেক নাগরিকের ক্ষতি করবে''৷ এরপর এক টেলিভিশন বক্তব্যে ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ ওয়াহিদ হাসান মানিক'এর কাছে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান নাশিদ৷

উল্লেখ্য, ২০০৮ সালের মালদ্বীপে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন মোহাম্মেদ নাশিদ৷ সেসময় বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এই দেশটিতে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার ঘোষণা করেন তিনি৷ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন সম্মেলনে সাহসী বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন নাশিদ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য