মালদ্বীপে হাসিনা-মনমোহন বৈঠক
১০ নভেম্বর ২০১১বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মালদ্বীপের আদ্দু সিটির ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে ৮ দেশের সরকার প্রধানদের অংশগ্রহণের মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়৷এবারের সম্মেলনের মূল থিম - ‘সেতুবন্ধ রচনা'৷ সম্মেলনে আঞ্চলিক যোগাযোগ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরির্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলাকে গুরুত্ব দেয়া হচ্ছে৷ দক্ষিণ এশিয়ার ৮টি সদস্য দেশের সরকার প্রধানরা অংশ নিয়েছেন৷
সম্মেলন শুরুর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আদ্দু সিটির সাংগ্রিলা রিসোর্টে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন৷ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা ব্যবহার করে ট্রানজিটের জন্য দ্রুত অবকাঠামো উন্নয়নের তাগিদ দেন৷ তিনি আশুগঞ্জে চালু হওয়া পরীক্ষামূলক ট্রানজিটে যেসব ত্রুটি পাওয়া গেছে তা সারিয়ে তুলতে দু'দেশের মধ্যে আরো আলোচানার জন্য বৈঠকের কথা বলেন৷ ভারতের প্রধানমন্ত্রী সীমান্ত বাজার আরো সম্প্রসারণের আগ্রহ দেখান৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত চিহ্নিতকরণ চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের পার্লামেন্টে দ্রুত নোটিফিকেশন করার তাগিদ দেন৷এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানিবণ্টন বিষয়টি উত্থাপনের আগেই ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার তিস্তার পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করা নিয়ে কাজ করছে৷বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সময় চেয়েছেন৷ ভারত আশা করে এই চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত দেবেন৷
এদিকে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন সার্ককে কার্যকর এবং গতিশীল করতে চীনকে সার্কের সদস্যপদ দেয়া উচিত৷ চীনা কমিউনিষ্ট পার্টির নেতা লিউ শি-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সার্কের সদস্যপদের ব্যাপারে আগ্রহ দেখালে তিনি এ কথা বলেন৷ বৈঠক শেষে এই তথ্য সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির৷
আগামীকাল সার্ক ঘোষণার মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন শেষ হবে৷ পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালে৷এবারের সম্মেলনে ৪টি চু্ক্তি সই হতে পারে৷ উল্লেখ্য, আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে সার্কের যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে৷ তখন এর সদস্য ছিল ৭টি রাষ্ট্র - বাংলাদেশ, ভারত , পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ৷ পরে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় আফগানিস্তান৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক