1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগের ঘোষণা করলেন সিএসইউ-র এরভিন হুবার

আব্দুল্লাহ আল-ফারূক৩০ সেপ্টেম্বর ২০০৮

জার্মানির দক্ষিণী রাজ্য বাভারিয়ায় শাসক দল খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ-র নির্বাচনী বিপর্যয়ের প্রেক্ষাপটে আজ মঙ্গলবার পদত্যাগের কথা ঘোষণা করলেন দলের চেয়ারম্যান এরভিন হুবার৷

https://p.dw.com/p/FRtI
এরভিন হুবারছবি: AP

দলপ্রধান হিসেবে তাঁর স্থানটি যিনি নেবেন বলে মনে করা হচ্ছে তিনি বার্লিনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর ক্যাবিনেটের দুই সিএসইউ মন্ত্রীর একজন - কৃষিমন্ত্রী হর্স্ট জেহোফার৷

Deutschland Bayern CSU Horst Seehofer und Angela Merkel
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর সঙ্গে কৃষিমন্ত্রী হর্স্ট জেহোফারছবি: AP

তেসরা অক্টোবর শুক্রবার এমন এক মানুষের ২০তম মৃত্যুদিন যাঁর নাম বাভারিয়ায় খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন দলের জনপ্রিয়তা ও সাফল্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে৷ দীর্ঘ ১০ বছর তিনি ছিলেন বাভারিয়ার মুখ্যমন্ত্রী৷ আর ২৭ বছর সিএসইউ দলের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি৷ এই ক্যারিসমাভরা রক্ষণশীল মানুষটির এক বিখ্যাত উক্তি: 'বাভারিয়ার মুখ্যমন্ত্রীর পদটি দুনিয়ার সুন্দরতম পদ'৷ ইচ্ছে থাকলেও এ পদটি পান নি এরভিন হুবার৷ তাঁকে পার্টি প্রধানের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এতদিন৷ কিন্তু ২৮শে সেপ্টেম্বরের প্রাদেশিক নির্বাচনে সিএসইউ ১৭ শতাংশ ভোট কম পাওয়ার পর এবং দলের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় ইতি ঘটার পর দলের শীর্ষ নেতাদের কে কখন গদি ছাড়বেন, সেটা ছিল শুধু সময়ের ব্যাপার৷

সিএসইউ-র চেয়ারম্যান পদে হুবার আসীন থেকেছেন দলের ইতিহাসে সবচেয়ে কম সময়৷ মাত্র ১৩ মাস৷ তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, ২৫ অক্টোবর দলের বিশেষ সম্মেলনে নতুন চেয়ারম্যান নির্বাচিত হবে৷ মিউনিখে সাংবাদিকদের তিনি বলেন, অন্য কাউকে দায়িত্ব দিয়ে নতুন করে শুরু করার এটাই সুযোগ৷ পার্টি প্রধান হিসেবে এবং ব্যক্তিগতভাবে যে-রাজনৈতিক লক্ষ্যগুলো হুবার সামনে রেখেছিলেন তা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি৷ এই নির্বাচনে তাঁর দল ৬০.৭ শতাংশ থেকে নেমে এল ৪৩.৪ শতাংশে৷ দলের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মহিলা রাজনীতিকদের একজন ক্রিস্টিনে হাডেরথাউয়ারও পদত্যাগ করবেন ঠিক হয়ে আছে৷

হুবার যখন পার্টি প্রধানের দায়িত্ব নেন ঠিক তখনই বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী গ্যুন্টার বেকস্টাইন৷ দলের ভিতরে ৬৪ বছর বয়সী এই রাজনীতিকও এবার বেশ চাপের মুখে৷ কেউ কেউ চান ম্যারকেল-এর ক্যাবিনেটের কৃষিমন্ত্রী হর্স্ট জেহোফার শুধু পার্টি প্রধানই নয়, মুখ্যমন্ত্রীর পদটিও গ্রহণ করুন৷ বিশেষ করে খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ-র অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের রাজনীতিকদের দিক থেকে পার্টির শীর্ষ কাতারে নবায়নের ডাক জোরদার৷ দলের একটি যুবশাখার প্রধান তো খোলাখুলি মুখ্যমন্ত্রী বেকস্টাইনের পদত্যাগ দাবি করেছেন৷

সিএসইউকে শাসন চালাবার জন্য এবার কোয়ালিশন সহযোগী ঠিক করতে হবে৷ বেকস্টাইন জানিয়েছেন, তিনি উদারপন্থী দল এফডিপি এবং ফ্রাইয়ে ভেলার নামের নির্দলীয় ভোটার্স গ্রুপের সঙ্গে কোয়ালিশনের ব্যাপারে আলোচনা শুরু করবেন৷ আর ভাবী পার্টি প্রধান জেহোফার বলেছেন, তাঁর কাজ হবে যত দ্রুত সম্ভব জনসাধারণের আস্থা আবার ফিরে পাওয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য