1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটকদের চাপে বেহাল

নর্মান স্ট্রিগেল/এসবি৬ মে ২০১৫

লন্ডনের বিগ বেন, প্যারিসের আইফেল টাওয়ারের মতো বার্সেলোনা শহরের প্রতীক এক অভিনব গির্জা ও তাকে ঘিরে চত্বর৷ কিন্তু পর্যটকদের ভিড়ে সংলগ্ন এলাকার চরিত্র বদলে যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা কোণঠাসা হয়ে পড়ছে৷

https://p.dw.com/p/1FKA4
Barcelona Spanien
ছবি: AP

পর্যটকদের কাছে বার্সেলোনা শহরের মূল আকর্ষণ ‘সাগরাদা ফামিলিয়া' চত্বর, যেখানে স্থপতি গাউডি-র অসমাপ্ত গির্জাটি দেখে দর্শকদের চোখেমুখে বিস্ময় ফুটে ওঠে৷ কেউ বলেন, ‘‘অসাধারণ! বর্ণনার ভাষা পাচ্ছি না৷ এটা আমার স্বপ্ন ছিল৷'' আরেক জনের মন্তব্য, ‘‘এই শহরে মাত্র ৮ ঘণ্টা সময় পেয়েছি৷ মনে হলো, এটা দেখতেই হবে৷'' আর এক পর্যটক বললেন, ‘‘গির্জার চারিদিকে এমন খোলা জায়গা রাখা দারুণ আইডিয়া৷ ভিতরে যাবার আগেই শান্তির পরিবেশ৷''

৩০ লাখ মানুষ প্রতি বছর ‘সাগরাদা ফামিলিয়া' চত্বরে আসেন৷ সেখানে বার্সেলোনার বাসিন্দারা প্রায়ই কোণঠাসা হয়ে পড়েন৷ এই এলাকার মানুষের কাছে ‘সাগরাদা ফামিলিয়া' চত্বর জীবনযাত্রার অঙ্গ হয়ে উঠেছে৷ ফ্যার্নান্দো লাস্ত্রা ও ফ্রানসিস্কো বোয়েরা সপরিবারে প্রায় ৪ দশক ধরে এখানে বসবাস করছেন৷ এটাই তাঁদের বাড়ি৷ পরিবারের শিশুরা এখানেই বড় হয়েছে৷ কিন্তু জায়গাটিকে ঘিরে এত মাতামাতি আর সহ্য হচ্ছে না৷ স্থানীয় বাসিন্দা ফ্রানসিস্কো বোয়েরা বলেন, ‘‘আগে এই আবাসিক এলাকায় দিব্যি আরামে হাঁটাচলা করা যেত৷ এখন শুধু অস্থির পরিবেশ৷'' তাঁরই প্রতিবেশী ফ্যার্নান্দো লাস্ত্রা মনে করেন, ‘‘এখন জায়গাটা অ্যামিউজমেন্ট পার্ক হয়ে উঠেছে৷ পর্যটকদের ভিড়, বাস, প্রতারক, পকেটমার এই সব৷''

এলাকার বাসিন্দাদের এক সংগঠন কয়েক বছর ধরে ‘সাগরাদা ফামিলিয়া'-র মূল চরিত্র ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ পর্যটকদের জন্য দোকানের চাপে বেকারি ও মাছের দোকানও উধাও হয়ে গেছে৷ সাগরাদা ফামিলিয়া নাগরিক আন্দোলনের প্রতিনিধি জোয়ান ইচাসো বলেন, ‘‘এখানে পর্যটকদের সুভেনির শপ ও ফাস্ট ফুট রেস্তোরাঁর এক একপেশে সংস্কৃতি গড়ে উঠেছে৷ তাদের হাতে অনেক টাকা, তাই দোকানের ভাড়া অনেক বেড়ে গেছে৷ ফলে এলাকার বৈচিত্র্যের থেকে টাকার জোরই বড় হয়ে উঠেছে৷''

‘সাগরাদা ফামিলিয়া' চত্বর থেকে ছোট ছোট দোকান উধাও হওয়া বন্ধ করতে শহর কর্তৃপক্ষ নির্দিষ্ট নিয়ম স্থির করার চেষ্টা করছে৷ শহর কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়ার কারণে কয়েকটি সুভেনির শপ বন্ধ হয়ে গেছে৷ বার্সেলোনা শহর কর্তৃপক্ষের আলভ্যার্ট সিভিট বলেন, ‘‘ভুল তথ্য দিয়ে দোকান খোলা হয়৷ যা বলে, তা বিক্রি করে না৷ ধীরে ধীরে সুভেনির শপে পরিণত হয়৷ তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে, যাতে এমনটা না হয়৷''

শহর কর্তৃপক্ষের উপর ফ্যারনান্দো লাস্ত্রা, ফ্রানসিস্কো বোয়েরা সহ প্রতিবেশীদের তেমন আস্থা নেই৷ তাঁরা জানেন, ‘সাগরাদা ফামিলিয়া' চত্বরের আশেপাশে অনেক বাড়ি ভেঙে ফেলার কথা৷ গির্জা ও দর্শকদের আপ্যায়ন কেন্দ্র আরও বাড়ানো হবে৷ আদি বাসিন্দাদের সরে যেতে হবে৷ ফ্রানসিস্কো বোয়েরা বলেন, ‘‘জীবনের একটা বড় অংশ আমরা এখানেই কাটিয়েছি৷ এই এলাকায় অনেক স্মৃতি রয়েছে৷ কাছেই এখনকার মতো কোনো বিকল্প বাসা পাবো কিনা জানি না৷ না পাবারই কথা৷ ৪০, ৬০, ৭০ বছর ধরে আমরা যা কিছু গড়ে তুলেছি, সে সব হারাবো৷''

শহর কর্তৃপক্ষের পরিকল্পনা স্থানীয় বাসিন্দাদের দুঃস্বপ্ন হয়ে উঠেছে৷ অতিথিরা সম্ভবত তার কিছুই টের পাবেন না৷ হয়ত বুঝবেন, যে ‘সাগরাদা ফামিলিয়া' চত্বরে স্পেনের নিজস্ব জীবনধারার ছাপ কমে যাচ্ছে৷ সেই জাদু সম্ভবত হারিয়ে যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য