পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘ বেড়ে হলো ৯৬
১১ মে ২০২০বাঘের সংখ্যা প্রায় একশ ছুঁই ছুঁই। প্রাথমিক লক্ষ্যপূরণের দিকে যাচ্ছে ভারতের দিকে থাকা সুন্দরবন। এক সময় যেখানে বাঘের সংখ্যা কমছিলো, সেখানেই এক বছরে আটটি বাঘ বেড়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯৬। সাম্প্রতিক সময়ে এত বাঘ বাড়েনি। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাঘ বৃদ্ধির ক্ষেত্রে এটা রেকর্ড।
রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের এই সংখ্যা বৃদ্ধি ধরা পড়েছে ২০১৯-এর ডিসেম্বরে শুরু হওয়া বাঘসুমারি থেকে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডাব্লিউ ডাব্লিউ এফ এর সাহায্যে প্রচুর ক্যামেরা দিয়ে চলে বাঘসুমারি। তারপর ক্যামেরায় ধরা পড়া ছবি বিশ্লেষণ করা হয়। একই বাঘকে যাতে দুই বার গোনা না হয়, সেটা নিশ্চিত করা হয়। বারবার যাচাই করার পর ফলাফল জানানো হয়। তবে বনমন্ত্রী জানিয়েছেন, বাঘের গায়ের ডোরাকাটা দাগ দেখে তাদের চিহ্নিত করা হয়। তাই এক বাঘকে দুই বার গোনার সম্ভাবনা নেই।
ফলাফল থেকে দেখা যাচ্ছে, সজনেখালি রেঞ্জে বাঘ আছে ১০টি, বসিরহাট রেঞ্জে ১৯টি, জাতীয় উদ্যানের পূব দিকে ২৪টি ও পশ্চিমে ২০টি। দক্ষিণ ২৪ পরগনা রেঞ্জে আছে ২৩টি বাঘ। ঘটনা হলো, সব চেয়ে বেশি বাঘ বেড়েছে পূব দিকে, তারপর বসিরহাট রেঞ্জে এবং পশ্চিমদিকে। আর ৯৬ এর মধ্যে ২৩টি বাঘ, ৪৩টি বাঘিনী এবং বাকি শাবক।
রাজ্যে এতগুলি বাঘ বাড়ার ঘটনায় বিশেষজ্ঞরা রীতিমতো খুশি। তাঁদের মতে, বাঘ বাড়ার মূল কারণ, জঙ্গলের সংরক্ষণ আরও ভালোভাবে হচ্ছে। আর ভবিষ্যতে বাঘের সংখ্যা আরও বাড়তে পারে। করোনার ফলে লকডাউন হওয়ায় মানুষের প্রচুর ক্ষতি হলেও সব জায়গায় জঙ্গলের স্বাস্থ্য ভালো হয়েছে। কারণ, মানুষ সেখানে যাচ্ছে না। অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার কাঞ্চন বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''এটা পুরোপুরি সংরক্ষণের ফল। যেখানেই সংরক্ষণ ভালো হয়েছে, উন্নতি হয়েছে, সেখানেই বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। সুন্দরবনে যে বাঘের সংখ্যা বেড়েছে, তা রীতিমতো আশার কথা। সংরক্ষণ যদি এই ভাবে চালানো যায়, তা হলে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে।''
স্বেচ্ছাসেবী সংস্থা নেচার এনভায়রনমেন্ট ওয়াইল্ডলাইফ সোসাইটির আধিকারিক বিশ্বজিৎ রায়চৌধুরী দীর্ঘদিন ধরে সুন্দরবন নিয়ে কাজ করছেন। তিনি ডয়চে ভেলেকে বলেছেন, ''সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ আরও ভালো হয়েছে। সামাজিক অবস্থান নিয়ন্ত্রণের মধ্যে আনা গিয়েছে। তাই বাঘের সংখ্যা বাড়ছে। এটা হঠাৎ কোনও ঘটনা নয়। ক্যামেরায় বেশ কিছু শাবককে দেখতে পাওয়া গিয়েছে, তা খুবই আশার কথা। তবে এই তথ্য আমরা আগেই জানতে পেরেছিলাম।''
জিএইচ/এসজি(এএনআই, পিটিআই)