পশ্চিমা বিশ্বকে একহাত নিলেন আহমাদিনেজাদ
২৭ সেপ্টেম্বর ২০১২মঙ্গলবার দেয়া বারাক ওবামার ৩০ মিনিটের ভাষণে সবচেয়ে কঠোর বক্তব্য ছিল ইরানের বিরুদ্ধে৷ ইরান যাতে আনবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে যে কোনো ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন তিনি৷
এর জবাব পরের দিনই দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ৷ আনবিক অস্ত্র তৈরির অধিকার তাঁর দেশের আছে - এ কথা বলার পর, তিনি কঠোর ভাষায় আক্রমণ করেন পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলকে৷ যুক্তরাষ্ট ও ইসরায়েল আহমাদিনেজাদের এ ভাষণ বয়কট করে৷ তবে পরে যুক্তরাষ্ট্রের মুখপাত্র এরিন পাইটন আহমাদিনেজাদের বক্তব্যের সমালোচনা করেছেন ঠিকই৷ তিনি বলেন, ‘‘মিস্টার আহমাদিনেজাদ যে জাতিসংঘের সম্মেলনে আসার সুযোগটাকে দেশের জনগণের জন্য কিছু করার চেয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিষোদগার করার জন্য কাজে লাগান, তা আবার দেখলাম আমরা৷''
ওদিকে চীন-জাপানের মাঝেও একচোট হয়ে গেছে জাতিসংঘের সাধারণ সম্মেলনে৷ জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জ ঐতিহাসিকভাবেই তাঁর দেশের অবিচ্ছেদ্য অংশ, সুতরাং এ বিষয়ে আপোশের কোনো প্রশ্নই ওঠেনা৷ তাঁর এই অনড় অবস্থানের তীব্র সমালোচনা করেছে চীন৷ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘দিয়াওউ দ্বীপপুঞ্জ নিয়ে জাপানি নেতার একগুঁয়ে অবস্থান এবং ভুল দৃষ্টিভঙ্গি দেখে চীন ভীষণ অসন্তুষ্ট৷ আমরা তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷''
এসিবি/ডিজি (এএফপি, এপি)