পাকিস্তানে আটক হওয়ার আতঙ্কে আফগানরা
১ নভেম্বর ২০২৩পুলিশের হাতে আটক হয়ে দেশে ফেরত যাওয়ার হুমকিতে পাকিস্তানে অবস্থানরত প্রায় ১৭ লাখ আফগান৷ এই আফগানদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছির পাকিস্তান সরকার৷ সময়সীমা পার হয়ে যাওয়ায় পর পাকিস্তান পুলিশের হাতে আটকের হুমকিতে তারা৷ ধারণা করা হচ্ছে, আটক করে জোসরপূর্বক এসকল আফগানকে দেশে পেরত পাঠানো হতে পারে৷
পাকিস্তান সরকারের দাবি, দেশটির সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা ধরে রাখতে এই আফগানদের দেশে ফেরত পাঠানো জরুরি৷ দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে৷ পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা এমন হামলা পরিচালনা করছে৷
আর পাকিস্তান সরকারের এমন কার্যক্রমের নিন্দা জানিয়েছে আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান৷
এদিকে পাকিস্তান সরকার বলছে, এই পদক্ষেপ মূলত দেশটিতে থাকা নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে চালানো হচ্ছে৷ তবে এর প্রভাব পড়ছে মূলত দেশটিতে থাকা আফগানদের উপর৷
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার দেশের বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খোলা শুরু করে পাকিস্তান সরকার৷ ধারণা করা হচ্ছে, আফগানদের আটকের পর দেশে ফেরত পাঠানোর আগে এসকল আশ্রয়কেন্দ্রে রাখা হতে পারে৷
অক্টোবর মাসের শুরুতে আফগানদের দেশে ফেরত যেতে বলা হয়৷ পাকিস্তান সরকারের এমন নির্দেশনার পর এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার আফগান পাকিস্তান ত্যাগ করেছে৷
সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফ্রাজ বুগতি বলেন, ‘‘আজ আমরা ৬৪ জন আফগানকে বিদায় জনিয়েছি৷''
এটি হলো নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে পাকিস্তান সরকারের যে উদ্যোগ তার উদাহরণ, জানান তিনি৷
সময় চাইছে তালেবান
আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান সরকারের এভাবে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার সমালোচনা করেছে৷ বিষযটিকে ‘নিষ্ঠুর ও বর্বর' বলে মন্তব্য তাদের৷
তাছাড়া পাকিস্তান সরকারকে আফগানদের দেশে ফেরত যেতে আরো সময় দেওয়ার আহ্বান জানায় তালেবান৷
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দাবি, আফগানদের দেশে ফেরত পাঠাতে হুমকি, নির্যাতন এবং আটক করছে পাকিস্তান সরকার৷
আরআর/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)