পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা
১৯ মে ২০২০এক সময় জঙ্গি সংগঠন আল কায়েদার দাপট ছিল উত্তর ওয়াজিরিস্তান এলাকায়৷ সেখানেই ১৬ এবং ১৮ বছর বয়সি দুই কিশোরীকে হত্যা করা হয়৷ এক ব্যক্তির সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল তাদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পরিবারের সম্মানহানির দায়ে হত্যা করা হয় তাদের৷এক জনের বাবা এবং অন্য জনের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতরা মেয়ে দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন৷
নিহত দুজনের সমবয়সি আরেক মেয়েও অংশ নিয়েছিল ভিডিওতে৷ তাকে উদ্ধার করলেও তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। নিরাপত্তার স্বার্থে এ তথ্য প্রকাশ করছে না পুলিশ৷
ভিডিওতে অংশ নেয়া এবং ভিডিও ধারণ করা দুই ব্যক্তি ঘটনার পরই পালিয়েছিলেন৷ তাদেরও আটক করেছে পুলিশ৷
পাকিস্তানে ‘অনার কিলিং’, অর্থাৎ পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা প্রায় নিয়মিত ঘটনা৷ পাকিস্তানের মানবাধিকার সংস্থাগুলোর দাবি, প্রতিবছর সে দেশে এ কারণে প্রায় এক হাজার হত্যার ঘটনা ঘটে৷
এসিবি/কেএম (ডিপিএ)
২০১৮ সালের ৭ জুনের ছবিঘরটি দেখুন...