পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, মৃত কমপক্ষে ৩০
৪ মার্চ ২০২২শুক্রবারে জুম্মার নামাজ শুরুর ঠিক আগে এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি ছুড়তে শুরু করেন বলে এক প্রত্যক্ষদর্শী জানান৷ একের পর এক ব্যক্তিকে ‘টার্গেট’ করছিলেন ওই বন্দুকধারী৷ ‘‘তারপর নিজেকে উড়িয়ে দেন বন্দুকধারী’’, দাবি করেছেন ওই প্রত্যক্ষদর্শী৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র মোহাম্মদ আলি সাঈফ আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷
আজই রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট৷ নিরাপত্তার কারণে দীর্ঘদিন পাকিস্তানে খেলতে আসেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল৷ এরই মাঝে হামলার ঘটনায় বাড়ছে চিন্তা৷
সংবাদসংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, বিস্ফোরণস্থলের চারপাশে ছিন্নভিন্ন দেহাংশ পড়ে রয়েছে৷ পরিবারের লোকেরা প্রিয়জনের খোঁজে ছুটে এসেছেন সেখানে৷ কিন্তু পুলিশ এলাকা ঘিরে রেখেছে৷ বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলির জানালা উড়ে গেছে৷ জাহিদ খান নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মসজিদে প্রবেশের পর এক ব্যক্তি দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়৷ তারপরই বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে৷’’
পেশোয়ারের পুলিশ বিভাগের প্রধান মোহাম্মদ ইজাজ খান সংবাদসংস্থা এএফপিকে বলেন, নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে৷ মসজিদের বাইরে দুই পুলিশ কর্মীকে গুলি করার বিষয়টিও নিশ্চিত করেন তিনি৷ তাদের মধ্যে এক পুলিশ কর্মী নিহত হয়েছেন, অন্য জনের অবস্থা সংকটজনক বলেও উল্লেখ করেন তিনি৷ পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান বলেন, ‘‘সেখানে আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে৷ একাধিক ব্যক্তিকে ভর্তি করা হচ্ছে ওই হাসপাতালে৷''
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা করা হয়েছে৷ এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি৷
আফগানিস্তানের সীমান্ত থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত পেশোয়ার৷ ২০১০ সাল থেকে একাধিক জঙ্গিগোষ্ঠী এই এলাকায় হামলা চালিয়েছে৷ বর্তমানে যদিও এই এলাকায় নিরাপত্তা আগের থেকে অনেকটাই বেশি৷
২০১৮ সালে এই পেশোয়ারের বাজারে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হয়েছিলেন৷ ওই বছরই সিন্ধ প্রদেশে সুফি ধর্মাবলম্বীদের একটি প্রার্থনাস্থলে ৮৮ জন নিহত হন৷
আরকেসি/ এসিবি (এএফপি)