পাকিস্তানে ৭ ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা
৯ মে ২০২৪জাতিগত প্রতিহিংসার কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ৷
পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানান, বন্দুকধারীরা বন্দর নগরী গোয়াদার থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত শ্রমিকদের ওপর গুলি চালায়৷
নিহত ৭ শ্রমিকের সবাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা৷ তারা সবাই একটি চুল কাটার সেলুনে কাজ করতেন বলে জানা গেছে৷
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বিনিয়োগের অংশ হিসেবে উপকূলীয় শহর গোয়াদারে বেইজিং এর অর্থায়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে৷
তবে, পুলিশ মনে করছে, এই হামলার সঙ্গে তাদের কাজের কোনো সম্পর্ক নেই৷ যদিও উত্তর আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় পাকিস্তানি তালেবান দ্বারা সংগঠিত আগের হামলাগুলোতে পশ্চিমা ধাঁচের দাড়ি ছাঁটা ও চুল কাটার উপর জঙ্গিদের নিষেধাজ্ঞার প্রভাব ছিল বলে ধারণা করা হয়৷
এক মাস পর প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও হামলাটির সঙ্গে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে জাতিগত সংঘাতের আগের হামলাগুলোর মিল রয়েছে৷
গত এপ্রিল মাসে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী মহাসড়কে চলন্ত বাস থেকে কয়েকজন শ্রমিককে অপহরণ করে হত্যার দায় স্বীকার করে৷
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ৷ খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেলুচ গেরিলাদের নেতৃত্বে কয়েক দশক ধরে বিদ্রোহ চলছে৷ চীনা বিনিয়োগের বিরোধিতা করা ‘বিচ্ছিন্নতাবাদীরা' দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে উন্নয়ন কর্মকাণ্ডে তাদের প্রাপ্য অধিকার না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছে৷
এসএইচ/এসিবি (রয়টার্স,এপি,ডিপিএ)